মার্চ ২৯, ২০২৪ ১৬:৩২ Asia/Dhaka
  • নারী ও শিশু হত্যা প্রতিরোধ শক্তিগুলোর মোকাবিলায় ইসরাইলের অক্ষমতার প্রমাণ

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন: গাজার রণাঙ্গনে ফিলিস্তিনী জনগণই বিজয়ী। ইসলামি বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ফিলিস্তিন ইসলামি জিহাদের মহাসচিব জনাব জিয়াদ আল-নাখালার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে দেওয়া সাক্ষাতে ওই মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেন: গাজা ও ফিলিস্তিনের জনগণের উচ্চ মর্যাদা এবং অবস্থান আর ছয় মাসের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ব্যর্থতা একটি ঐশী ঘটনা। 
সর্বোচ্চ নেতা গাজায় ইসরাইলি গণহত্যা সম্পর্কে বলেন: বিশ্ব জালিম শক্তিগুলোর সামরিক ও অর্থনৈতিক সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরাইল নারী ও শিশু হত্যা করে যাচ্ছে। এই ঘটনা প্রমাণ করছে প্রতিরোধ শক্তিগুলোকে মোকাবেলা করা কিংবা তাদের পরাজিত করার ক্ষমতা তাদের নেই।
জিয়াদ আল-নাখালাকে সর্বোচ্চ নেতা দৃঢ়তার সঙ্গে বলেন: আল্লাহর ফজলে ফিলিস্তিনী জনগণের বিজয় দেখতে পাবে।
ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিবও ওই সাক্ষাতে ফিলিস্তিন বিষয়ে ইরানের সহায়তা ও সমর্থনের প্রশংসা করেন। তিনি মরহুম কাসেম সোলায়মানির কথা স্মরণ করে বলেন: গাজায় এখন যা কিছু ঘটছে তা মূলত কারবালারই পুনরাবৃত্তি। সকল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সত্ত্বেও গাজার জনগণ প্রতিরোধ শক্তির পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। ফিলিস্তিনীদের ওই দৃঢ়তার কারণে প্রতিরোধ শক্তিকে নির্মূল করার লক্ষ্যে আমেরিকা এবং ইসরাইলসহ তাদের দোসররা যেসব পরিকল্পনা গ্রহণ করেছিল সবই ব্যর্থ হয়ে গেছে। 
হামাস এবং ইসলামি জিহাদের মধ্যে পরিপূর্ণ সমন্বয়ের ওপর জোর দিয়ে জিয়াদ আন-নাখালা আরও বলেন: গাজার জনগণ এবং প্রতিরোধ বাহিনী চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্তে অটল থাকার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর রহমতে অদূর ভবিষ্যতে বিজয় অর্জিত হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ