সিরিয়ার আলেপ্পোতে ইসরাইলি বিমান হামলা, নিহত অন্তত ৪০
(last modified Fri, 29 Mar 2024 13:16:47 GMT )
মার্চ ২৯, ২০২৪ ১৯:১৬ Asia/Dhaka
  • সিরিয়ার আলেপ্পোতে ইসরাইলি বিমান হামলা, নিহত অন্তত ৪০

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই সেনা সদস্য। নিহতদের মধ্যে হিজবুল্লাহর ৬ সদস্য রয়েছেন বলে সংগঠনটি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, গাজায় লজ্জাজনক পরাজয়ের গ্লানি ঢাকতে ইসরাইলের বর্বর সেনারা এই আগ্রাসন চালিয়েছে।

ইহুদিবাদীদের এই আগ্রাসনকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন।

গাজায় আগ্রাসন শুরুর পর থেকে দখলদার ইসরাইল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার গাজার প্রতি সবসময় জোরালো সমর্থন দিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯