দ্বিপক্ষীয় সম্পর্ক ও গাজা পরিস্থিতি নিয়ে ইরান-মিশর আলোচনা 
https://parstoday.ir/bn/news/iran-i136196-দ্বিপক্ষীয়_সম্পর্ক_ও_গাজা_পরিস্থিতি_নিয়ে_ইরান_মিশর_আলোচনা
ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মিশরের মধ্যকার সম্পর্ক আরো বিস্তৃত করা এবং অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল (রোববার) সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি টেলিফোনে এই আলোচনা করেন। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০১, ২০২৪ ১৪:১৩ Asia/Dhaka
  • দ্বিপক্ষীয় সম্পর্ক ও গাজা পরিস্থিতি নিয়ে ইরান-মিশর আলোচনা 

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মিশরের মধ্যকার সম্পর্ক আরো বিস্তৃত করা এবং অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল (রোববার) সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি টেলিফোনে এই আলোচনা করেন। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিবৃতিতে বলা হয়, ইরান ও মিশরের সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক মাসগুলোতে যে সমস্ত ইতিবাচক ঘটনা ঘটেছে সেগুলো পর্যালোচনা করেন দুই মন্ত্রী এবং ফেব্রুয়ারির শেষের দিকে জেনেভায় তাদের মধ্যে একটি বৈঠকের ফলাফলের ভিত্তিতে ও দুই দেশের রাজনৈতিক নেতাদের ইচ্ছা অনুযায়ী সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

গত নভেম্বর মাসে ইরান এবং মিশরের প্রেসিডেন্টের মধ্যে সৌদি আরবে যে বৈঠক হয়েছিল তা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে দুই মন্ত্রী উল্লেখ করেন। তারা দুজনই একমত হন যে, ভবিষ্যতে তেহরান ও কায়রোর মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য যোগাযোগ রক্ষা করা উচিত।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১