ইরানের শহীদ সামরিক উপদেষ্টাদের জানাযা অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/iran-i136286-ইরানের_শহীদ_সামরিক_উপদেষ্টাদের_জানাযা_অনুষ্ঠিত
সিরিয়ার রাজধানীর দামেস্কের ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ সামরিক উপদেষ্টাদের নামাজে জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২৪ ১৬:৫৮ Asia/Dhaka
  • ইরানের শহীদ সামরিক উপদেষ্টাদের জানাযা অনুষ্ঠিত

সিরিয়ার রাজধানীর দামেস্কের ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ সামরিক উপদেষ্টাদের নামাজে জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।

জানাজা ও শোক মিছিলে অংশ নেয়া লোকজন ইরানের জাতীয় পতাকায় মোড়া শহীদ সেনাদের কফিন বহন করেন। এছাড়া, দামেস্কে কে হযরত রুকাইয়া সাল্লামুল্লা আলাইহার মাজারে শহীদ সেনাদের কফিন নেয়া হয়।

জানাজা ও শোক মিছিলে অংশ নেয়া লোকজন বৈশ্বিক বলদর্পী শক্তি এবং ইহুদিবাদী ইসরাইলের পতন না হওয়া পর্যন্ত শহীদ সেনাদের পথে চলা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এও অঙ্গীকার করেন যে, ইহুদিবাদী ইসরাইলের এই অপরাধযজ্ঞ বিনা শাস্তিতে পার পাবে না।

শোক মিছিলে অংশ নেয়া লোকজন আরো বলেছেন, শহীদদের রক্ত বৃথা যাবে না বরং তাদের এই শাহাদাতের ঘটনা অধিকৃত আল-কুদস পুরোপুরি মুক্ত হওয়ার পথে লড়াই করার অনুপ্রেরণা যোগাবে।

সোমবার বিকেলে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে হামলা চালায়। এতে আইআরজিসির বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা শহীদ হন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।