এপ্রিল ০৩, ২০২৪ ১৮:০৫ Asia/Dhaka
  • ‘এটি গাজায় ইসরাইলের আটকে যাওয়ার ইঙ্গিত, যুদ্ধের বিস্তার ঘটাতে চায় তারা’

ইরানের জাতীয় সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক নীতির প্রধান ওয়াহিদ জালালযাদে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী সিরিয়ায় ইরানি কনসুলেটে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মধ্য দিয়ে তাদের দুর্বলতা এবং গাজা উপত্যকায় ৬ মাসের যুদ্ধের ব্যর্থতা পরিষ্কার হয়ে উঠেছে।

আজ (বুধবার) ইরানের জাতীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ওয়াহিদ জালালযাদে তিনি বলেন, দখলদার সেনারা গত ছয় মাসের যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোকে পরাজিত করতে পারেনি। এখন তারা দোষারোপের রাজনীতি করতে চাইছে এবং এজন্য এই ধরনের সন্ত্রাসী হামলা চালাচ্ছে।

ইরানের প্রভাবশালী এ সংসদ সদস্য বলেন, সন্ত্রাসী হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে ইসরাইল অন্যান্য দেশ এবং অঞ্চলে ছড়িয়ে দিতে চাইছে। এছাড়া, এই ধরনের সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে তারা মানবতাবিরোধী অপরাধ ঢাকারও চেষ্টা করছে।

জালালযাদে বলেন, সঠিক সময়ে ও উপযুক্ত স্থানে ইহুদিবাদী ইসরাইলকে জবাব দেবে ইরানএকই সাথে এই ধরনের সন্ত্রাসী হামলার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী অবস্থানের কঠোর সমালোচনা করেন তিনি।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ