এক সন্ত্রাসী নিহত অপরজনের খোঁজে তল্লাশি চলছে
ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে আবার সন্ত্রাসী হামলা; ২ পুলিশ কর্মকর্তা নিহত
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে নতুন করে এক সন্ত্রাসী হামলায় দু’জন ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সিস্তান ও বালুচিস্তান প্রদেশের পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, প্রদেশের জাহেদান কাউন্টির কুরিন জেলার একটি থানায় গতকাল (শনিবার) সন্ত্রাসীরা হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হন।
এ সময় সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত হয় ও অপরজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়া সন্ত্রাসীকে ধরতে তল্লাশি অভিযান চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সিস্তান ও বালুচিস্তান প্রদেশেরই নিরাপত্তা বাহিনীর তিনটি অবস্থানে উগ্র জঙ্গি গোষ্ঠী জেইশুল আদলের হামলার দু’দিন পর নতুন করে ওই হামলা চালানো হলো। গত বৃহস্পতিবার উগ্র জঙ্গিরা প্রদেশের রাস্ক ও চবাহার কাউন্টিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একটি সদরদপ্তর, মেরিন পুলিশের একটি দপ্তর ও একটি থানায় একযোগে হামলা চালায়।
ওইসব হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীগুলোর ১১ সদস্য শহীদ হন। এ সময় সংঘর্ষে ১৫ জঙ্গিও নিহত হয়।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও লক্ষ্যবস্তু বানানো হয়। #
পার্সটুডে/এমএমআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।