‘নেতানিয়াহু সরকারের টিকে থাকা গাজা যুদ্ধের ওপর নির্ভর করে’
https://parstoday.ir/bn/news/iran-i136452-নেতানিয়াহু_সরকারের_টিকে_থাকা_গাজা_যুদ্ধের_ওপর_নির্ভর_করে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের অস্তিত্ব এবং টিকে থাকা নির্ভর করছে গাজা যুদ্ধের ওপর।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০৮, ২০২৪ ১৭:৪৬ Asia/Dhaka
  • ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি
    ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের অস্তিত্ব এবং টিকে থাকা নির্ভর করছে গাজা যুদ্ধের ওপর।

আজ (সোমবার) সাংবাদিকদের সাথে আলাপকালে জেনারেল মুসাভি বলেন, গাজা যুদ্ধের অবসান হলেই নেতানিয়াহু সরকারের পতন হবে। এর অর্থ হচ্ছে- ইসরাইলের উগ্র ডান ও চরমপন্থী নেতানিয়াহু সরকারের অস্তিত্ব নির্ভর করছে যুদ্ধ অব্যাহত রাখার ওপর। যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ নেতানিয়াহু সরকার টিকে থাকবে; যুদ্ধ বন্ধ হলেই তাদের পতন ঘটবে।

হামাস যোদ্ধাদের নির্মূল করা এবং গাজার দখল নিতে ইসরাইলের ব্যর্থতার কথা উল্লেখ করে জেনারেল মুসাভি বলেন, নেতানিয়াহু গত ছয় মাস ধরে আমেরিকা ও ব্রিটেনের পূর্ণ সমর্থন নিয়ে গাজার নিয়ন্ত্রণ নেয়ার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে আসছে কিন্তু সে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। গাজার চোরাবালিতে দখলদার সেনারা আটকে গেছে।#

 পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।