আইআরজিসি'র নৌবাহিনী ইসরাইলের একটি জাহাজ আটক করেছে
https://parstoday.ir/bn/news/iran-i136590-আইআরজিসি'র_নৌবাহিনী_ইসরাইলের_একটি_জাহাজ_আটক_করেছে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের সেনারা আজ শনিবার দুপুরে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের মালিকানাধিন একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৩, ২০২৪ ১৮:১৫ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী ইসরাইলের একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী ইসরাইলের একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের সেনারা আজ শনিবার দুপুরে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের মালিকানাধিন একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে।

আইআরজিসি'র কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পর্তুগালের পতাকাবাহী এম.এস.সি অ্যারিস নামের জাহাজটি লন্ডন ভিত্তিক জোডিয়াক মেরিটাইম কোম্পানির সাথে যুক্ত যার মালিক ইয়াল ওফার নামে একজন ইসরাইলি ধনকুবের।

জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত পর্তুগিজ পতাকাবাহী জাহাজটি ইসরাইলি রিয়েল এস্টেট, এনার্জি, প্রযুক্তি ও শিপিং ম্যাগনেট ইয়াল ওফারের মালিকানাধীন। জোডিয়াক মেরিটাইম ইসরাইলি ধনকুবেরের জোডিয়াক গ্রুপের অংশ।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় ইরানের দুই জেনারেলসহ ১৩ জন শহীদ হন। এ ঘটনার পরপরই ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।