এপ্রিল ১৫, ২০২৪ ১৫:১১ Asia/Dhaka
  • কৌশলগত ধৈর্যের যুগ শেষ; যুদ্ধে ইসরাইল পরাজিত

ইহুদিবাদী ইসরাইলের ওপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার মধ্যদিয়ে কৌশলগত ধৈর্য ধারণের যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্টের দপ্তরের রাজনীতি বিষয়ক উপ মুখ্য কর্মকর্তা মোহাম্মাদ জামশেদি। 

গতকাল (রোববার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরাইলের বিরুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

‘সত্য প্রতিশ্রুতি’ নামে চালানো এই পাল্টা হামলায় ইসরাইলের বহু সামরিক ঘাঁটি ও বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সম্পর্কে জামশেদি তার পোস্টে বলেন, “ইরানের বিজয়ী অভিযান ‘সত্য প্রতিশ্রুতি’র অর্থ হলো কৌশলগত ধৈর্যের যুগ শেষ হয়েছে এবং যুদ্ধে ইসরাইলি কৌশল পরাজিত হয়েছে।"

তিনি বলেন, ইরানের এই সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে গেছে। প্রেসিডেন্টের দপ্তরের এই কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরাইল যদি আবার ইরানি নাগরিক এবং সম্পদের ওপর হামলা চালায় তাহলে সরাসরি এবং শাস্তিমূলক জবাব পাবে। 

গতকাল ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি জানান, ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তাতে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা ঘাঁটিগুলো এবং নেভাতিম বিমানঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নেভাতিম ঘাঁটিতে ইসরাইল এফ-৩৫ জঙ্গিবিমান রাখে এবং এখান থেকেই বিমান উড়ে সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছিল।

জেনারেল বাকেরি বলেন, ইরানের হামলার লক্ষ্য অর্জিত হয়েছে এবং ইহুদিবাদীদের কথিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সঠিকভাবে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ