সবগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i136666-সবগুলো_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_লক্ষ্যবস্তুতে_আঘাত_করেছে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরান শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তাতে ব্যবহার করা সবগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটিও ইসরাইল কিংবা তার মিত্ররা প্রতিহত করতে পারেনি। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৫, ২০২৪ ১৭:৩৯ Asia/Dhaka
  • সবগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরান শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তাতে ব্যবহার করা সবগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটিও ইসরাইল কিংবা তার মিত্ররা প্রতিহত করতে পারেনি। 

ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক এক্সক্লুসিভ রিপোর্টে এই তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, ঘটনার সাথে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, ইরানের ছোঁড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে।

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ইসরাইলের নেগেভ মরুভূমির নেভাতিম বিমানঘাঁটিতে বেশিরভাগ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

গতকাল ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি জানান, ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তাতে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা ঘাঁটিগুলো এবং নেভাতিম বিমানঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নেভাতিম ঘাঁটিতে ইসরাইল এফ-৩৫ জঙ্গিবিমান রাখে এবং সেখান থেকে এই বিমান উড়ে সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছিল। 

জেনারেল বাকেরি বলেন, ইরানি হামলার লক্ষ্য অর্জিত হয়েছে এবং ইহুদিবাদীদের কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সঠিকভাবে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৫