এপ্রিল ১৫, ২০২৪ ১৯:৪১ Asia/Dhaka
  • আমির হোসেইন জারে ১২৫ কেজিতে স্বর্ণপদক অর্জন করেন।
    আমির হোসেইন জারে ১২৫ কেজিতে স্বর্ণপদক অর্জন করেন।

২৩টি দেশের অংশ গ্রহণের মাধ্যমে কিরগিস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হয় এশিয়ান ওপেন ফ্রিস্টাইল রেসলিং চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ইরান চ্যাম্পিয়নশিপ শিরোপা নিশ্চিত করে আটটি পদক জিতেছে।

ইরানি দল কিরগিজস্তানের বিশকেকে এশিয়ান ওপেন রেসলিং চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণপদক জিততে সক্ষম হয়। রহমান আমজাদ খলিলি ৬৫ কেজিতে, আমির মোহাম্মদ ইয়াজদানী ৭০ কেজিতে, মোহাম্মদ নাখুদি ৭৯ কেজিতে, আমির হোসেন ফিরোজপুর ৯২ কেজিতে এবং আমির হোসেইন জারে ১২৫ কেজিতে স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হন। এছাড়া, ৭৪ কেজি ভারত্তোলনে হোসেন আবু জারি, ৮৬ কেজি ভারত্তোলনে হাদি ওয়াফাইপুর এবং ৯৭ কেজি ভারত্তোলনে মোহাম্মদ হোসেন মোহাম্মদিয়ান টুর্নামেন্টে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন। দলগত অবস্থানে ইরানের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপান ও কিরগিজস্তান।

গ্রেকো-রোমান কুস্তি চ্যাম্পিয়নশিপও মঙ্গলবার বিশকেকে শুরু হবে এবং ইরানের জাতীয় গ্রেকো-রোমান কুস্তি দল এই প্রতিযোগিতায় তাদের চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করার চেষ্টা করবে।

 

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ