এপ্রিল ১৬, ২০২৪ ১০:০৩ Asia/Dhaka
  • জেনারেল মুসাভি
    জেনারেল মুসাভি

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের ‘ঝঞ্ঝাক্ষুব্ধ ও সমন্বিত’ জবাব দেয়া হবে। তিনি গতকাল (সোমবার) ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জেনারেল মুসাভি বলেন, ইরানের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী এদেশের জন্য একটি মহা প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে। তিনি বলেন, ইরান গোটা বিশ্বের কাছে এ বার্তা পাঠিয়েছে যে, এদেশের জাতীয় স্বার্থ, সীমান্ত ও নিরাপত্তা বিপন্ন হলে ইরানের সশস্ত্র বাহিনী ‘ঝঞ্ঝাক্ষুব্ধ ও সমন্বিত’ জবাব দেবে।

ইরানের এই শীর্ষ কমান্ডার বলেন, দামেস্কের ইরানি কূটনৈতিক মিশনে দখলদার ইহুদিবাদীদের আগ্রাসনের যে কঠোর জবাব তেহরান দিয়েছে তাতে বিশ্বের সকল নির্যাতিত জাতি বিশেষ করে ফিলিস্তিনি জনগণ আনন্দিত হয়েছে।

জেনারেল মুসাভি বলেন, ইরান ‘সত্য প্রতিশ্রুতি অভিযান’ নামক যে পাল্টা আঘাত হেনেছে, তাতে ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ প্রদর্শিত হয়েছে।

গত ১ এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়া রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করে। এর প্রতিশোধ হিসেবে ইরান ১৩ এপ্রিল শনিবার রাতে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায়।

ইরানের ওই হামলার পর ইসরাইলের সকল অপকর্মের প্রধান সহযোগী আমেরিকা তেল আবিবকে ইরানের বিরুদ্ধে আবার কোনো হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। তবে বেপরোয়া ইসরাইল ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ