কাউসার ও হুদহুদ নামের দু'টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
(last modified Tue, 16 Apr 2024 05:26:57 GMT )
এপ্রিল ১৬, ২০২৪ ১১:২৬ Asia/Dhaka
  • কাউসার ও হুদহুদ নামের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
    কাউসার ও হুদহুদ নামের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

ইরান আগামী কয়েক মাসের মধ্যে দু'টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। স্যাটেলাইট দু'টির নাম হচ্ছে, 'কাউসার' এবং 'হুদহুদ'।

ইরানের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার প্রধান হোসেইন শাহরাবি বলেছেন- কাউসার হচ্ছে রিমোট স্যান্সিং স্যাটেলাইট, আর হুদহুদ হচ্ছে ন্যারোব্যান্ডের টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। ইরানে স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা থাকা সত্ত্বেও বিশ্ববাজারে প্রবেশের কথা বিবেচনায় রেখে আন্তর্জাতিক উৎক্ষেপণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে এই দু'টি স্যাটেলাইট রাশিয়ার লঞ্চার ব্যবহার করে মহাকাশে পাঠানো হবে।

ইরান ইন্টারনেট অব থিংগস বা আইওটি এবং সেন্সিং ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলতে চায় বলে তিনি মন্তব্য করেন।

মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এই সংস্থার প্রধান আরও বলেন, দু'টি স্যাটেলাইটকে একত্রিত করে তা একসঙ্গে উৎক্ষেপণ করার কথা রয়েছে যাতে দু'টি স্যাটেলাইট একই সময়ে সমন্বয়ের ভিত্তিতে টেলিযোগাযোগ এবং সেন্সিং তৎপরতা চালাতে পারে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন