এপ্রিল ১৬, ২০২৪ ১২:২৮ Asia/Dhaka
  • শেকারচি
    শেকারচি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি ইহুদিবাদী ইসরাইল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আপনারা কখনোই ইরানের রেডলাইন ক্রস করার চেষ্টা করবেন না।” 

তিনি গতকাল (সোমবার) বলেন, “আমরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রপ্রধানদের স্মরণ করে দিতে চাই যে, মৃতপ্রায়, দুর্বৃত্ত, জংলি, সন্ত্রাসী এবং শিশু হত্যাকারী ইসরাইলকে যেন এসব দেশ সমর্থন দেয়া বন্ধ করে।”

তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রমাণ করেছে যে, তাদের যুদ্ধের আকাঙ্ক্ষা নেই এবং বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক ইরান তা চায় না। এরপরেও আপনারাসহ বেপরোয়া এবং অসহায় ইসরাইল যদি রেড লাইন ক্রস করেন তাহলে আগের প্রতিশোধমূলক হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দিয়ে আমরা আপনাদের পা কেটে ফেলবো।”

গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তাকে শহীদ করেন। এই অপরাধযজ্ঞের পরেও পশ্চিমা কয়েকটি দেশ ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন জানিয়েছে। এ প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল শেকারচি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। 

ইরানি কনসুলেট ভবনে দখলদারদের হামলার পর গত শনিবার দিবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ