এপ্রিল ১৭, ২০২৪ ১৮:১৩ Asia/Dhaka
  • পশ্চিম এশিয়ায় তেহরান বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা, স্থাপত্যবিদ্যায় প্রথম, মেকানিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয়

স্কিমাগো র‍্যাঙ্কিংয়ের ২০২৪ সংস্করণ অনুসারে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয় পশ্চিম এশিয়া অঞ্চলের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে।

স্কিমাগো র‌্যাঙ্কিংকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা এবং স্বাস্থ্যসেবার জন্য বিশ্বে বহুল পরিচিত র‌্যাঙ্কিং সিস্টেমের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।

স্কিমাগো বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ ২০২৪ সংস্করণের উপর ভিত্তি করে তেহরান বিশ্ববিদ্যালয় 'ব্যবসা, ব্যবস্থাপনা এবং অ্যাকাউন্টিং', 'বায়ুমণ্ডলীয় বিজ্ঞান' এবং 'স্থাপত্য প্রকৌশল' ক্ষেত্রে পশ্চিম এশিয়ায় শীর্ষস্থান অর্জন করেছে। এটি 'বনবিদ্যা', 'জিওলজি', 'সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারি', 'ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারি', 'মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং', এবং 'জিওগ্রাফি, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট'র ক্ষেত্রে এই অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টি

'স্পেস সায়েন্স অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স' 'ইকোনমিক্স, ইকোনোমেট্রিক্স অ্যান্ড ফিনান্' এবং 'বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশ' বিষয়ে পশ্চিম এশিয়ায় তৃতীয় স্থান অর্জন করেছে।

স্কিমাগো ২০২৪ সংস্করণ অনুসারে তেহরান বিশ্ববিদ্যালয় 'ব্যবসা, ব্যবস্থাপনা এবং অ্যাকাউন্টি' এবং "স্থাপত্য প্রকৌশল" বিদ্যায় বিশ্বব্যাপী শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে।

স্কিমাগো গবেষণা প্রতিষ্ঠান তার ২০২৪ সংস্করণে ১৯৭টি ইরানি প্রতিষ্ঠানকে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেছে।

পার্সটুডে/এমবিএ/ ১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ