এপ্রিল ৩০, ২০২৪ ১৮:০৭ Asia/Dhaka
  • ১৩তম বারের মতো এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ইরান
    ১৩তম বারের মতো এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ইরান

ইরানের জাতীয় ফুটসাল দল থাইল্যান্ডের বিপক্ষে জয়লাভের মাধ্যমে আবারও এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এ নিয়ে ১৩ দফা এই শিরোপা জিতল ইরান। এশিয়ান ফুটসাল নেশনস কাপের ফাইনাল ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে ৪-১ গোলে জয় পায় ইরানিরা।

এশিয়ান ফুটসাল নেশনস কাপে ইরান ১৩ বার শিরোপা জেতার পাশাপাশি দুই বার রানার্স আপ এবং দুই বার তৃতীয় স্থান লাভ করেছে। এর ফলে ইরান এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দলের মর্যাদা পেয়েছে।

এই বিজয়ের খবর ইরানের ক্রীড়া বিষয়ক পত্র-পত্রিকায় গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। এখানে কয়েকটি পত্রিকার শিরোনাম তুলে ধরা হলো। 

সংবাদপত্র 'শুত': পার্সিয়ান চিতার সামনে লুটিয়ে পড়ল থাই বাঘ

 

সংবাদপত্র 'খাবারে বারজেশি': ফুটসালে এশিয়ার সেরা

 

দৈনিক 'ইরানে বারজেশি': ঘরে ফিরলো এশিয়ান কাপ

 

দৈনিক 'আবরার': শ্রেষ্ঠত্বে প্রত্যাবর্তন

 

দৈনিক 'ফারহিখতেগানে বারজেশি': যাদের পাওনা তাদের কাছেই ফিরল এশিয়ান কাপ

 

পার্সটুডে/এসএ/৩০

·         বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ