এপ্রিল ১৯, ২০২৪ ১৫:২১ Asia/Dhaka
  • আইআরজিসির মুখপাত্র
    আইআরজিসির মুখপাত্র

ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় দখলদার সরকারের দিমুনা পরমাণু স্থাপনার একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান গত ১৩ এপ্রিল রাতে ইসরাইলের বিরুদ্ধে ‘সত্য প্রতিশ্রুতি’ নামের ওই অভিযান চালায়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ তেহরানে বলেছেন, “ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্রের সাম্প্রতিক শাস্তিমূলক পদক্ষেপে দিমুনা পরমাণু চুল্লিকে অন্তর্ভুক্ত করা হয়নি।”

তিনি বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে এই ডাহা মিথ্যা উত্থাপন ও বিদ্বেষপ্রসূত প্রচারণা চালানো হয়েছে।

ইসরাইলি দৈনিক মাআরিভ সম্প্রতি দাবি করেছে, গত ১৩ এপ্রিলের ইরানি হামলার সময় দিমুনা চুল্লির একটি ভবনে নাকি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির বরাত দিয়ে দৈনিকটি দাবি করেছে, ওই পরমাণু স্থাপনার আশপাশে আরো দুই স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

গত ১ এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে যে হামলা চালায় ১৩ এপ্রিল রাতে তার জবাব দেয় তেহরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইরান বলেছে, এই হামলায় এদেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে। তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি আবার ইরানের স্বার্থে হামলা চালায় তাহলে তার বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানা হবে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ