এপ্রিল ২০, ২০২৪ ০৯:৪৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান আমেরিকার এ পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন ও অগঠনমূলক’ বলে বর্ণনা করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার তেহরানে বলেছেন, “আমেরিকার ভেটো বিশ্বেবাসীর সামনে মার্কিন পররাষ্ট্রনীতির কপটতা ও ভণ্ডামি প্রমাণ করেছে। এর ফলে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি একঘরে হয়ে পড়েছে।”

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের খসড়া প্রস্তাবটি তোলা হয়। ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও আমেরিকা তাতে ভেটো দেয় এবং ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে। ফলে প্রস্তাবটি পাস হতে পারেনি।

এ সম্পর্কে কানয়ানি আরো বলেন, মার্কিন সরকার আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আইনগত দিক দিয়ে ইসরাইলকে ‘সীমাহীন ও একচ্ছত্র’ সমর্থন দিয়ে যাচ্ছে। এই সমর্থনের দায় বহন করতে হচ্ছে মার্কিন করদাতা নাগরিকদের। তিনি বলেন, বিগত সাত দশক ধরে আমেরিকার এই সমর্থনের কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনের গোটা ঐতিহাসিক ভূখণ্ডকে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা সেখানকার জনগণের ‘আইনগত ও অলঙ্ঘনীয়’ অধিকার। আন্তর্জাতিক অঙ্গনে ইরান ফিলিস্তিনিদের এই অধিকারকে সমর্থন দিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ