দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীকে বললেন আমির-আব্দুল্লাহিয়ান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্লিপ্ত ভূমিকা ইরানকে হামলা চালাতে বাধ্য করেছে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক স্থাপনায় ইসরাইলি হামলার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নির্লিপ্ত থাকায় দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাতে বাধ্য হয়েছে ইরান।
তিনি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোরের সঙ্গে এক ফোনালাপে একথা জানান। দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলের ১ এপ্রিলের হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইরান ইসরাইলের দু’টি সামরিক ঘাঁটিতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের কূটনৈতিক মিশনে ইসরাইলি হামলার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স ভেটো দেয়। তিনি জানান, কয়েকদিন অপেক্ষা করার পর অবশেষে ইরান আত্মরক্ষার সহজাত ও বৈধ অধিকার চর্চা করে ইসরাইলের দু’টি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালায়।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, হামলার পর ইরান আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজকে জানিয়ে দেয় যে, যুদ্ধের বিস্তার ঘটানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই, তবে ইসরাইল সরকার যদি ইরানের বিরুদ্ধে আবার কোনো পদক্ষেপ নেয় তাহলে তাকে আরো কঠোর জবাব দেয়া হবে।
ফোনালাপে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করায় দক্ষিণ আফ্রিকার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় নালেদি প্যান্ডোর অবিলম্বে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক এজেন্ডার মধ্যে রয়েছে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রিটোরিয়া সফরের আয়োজন করা।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/২১