জ্বালানি তেল খাতের ৯০ শতাংশ সরঞ্জাম দেশেই তৈরি করছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i136858-জ্বালানি_তেল_খাতের_৯০_শতাংশ_সরঞ্জাম_দেশেই_তৈরি_করছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল পাইপ লাইন ও টেলিযোগাযোগ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আরসালান রাহিমি বলেছেন, তারা যেসব সরঞ্জাম ব্যবহার করেন সেসবের ৯০ শতাংশই দেশের ভেতরে তৈরি হয়। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক কোম্পানিগুলোই এসব সরঞ্জাম তৈরি করে থাকে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০২৪ ১৬:৫২ Asia/Dhaka
  • জ্বালানি তেল খাতের ৯০ শতাংশ সরঞ্জাম দেশেই তৈরি করছে ইরান
    জ্বালানি তেল খাতের ৯০ শতাংশ সরঞ্জাম দেশেই তৈরি করছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল পাইপ লাইন ও টেলিযোগাযোগ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আরসালান রাহিমি বলেছেন, তারা যেসব সরঞ্জাম ব্যবহার করেন সেসবের ৯০ শতাংশই দেশের ভেতরে তৈরি হয়। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক কোম্পানিগুলোই এসব সরঞ্জাম তৈরি করে থাকে।  

তিনি বলেন, ১০ শতাংশ সরঞ্জাম দেশের বাইরে থেকে আনা হয়, কারণ ঐসব সরঞ্জাম তৈরির প্রযুক্তি এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে এবং ইরানি কোম্পানিগুলো এখন সেদিকে এগোচ্ছে। তারা ঐ ১০ শতাংশ সরঞ্জামও দেশে তৈরি করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক দশকগুলোতে স্বাধীনচেতা দেশগুলোর ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ব্যবহার করছে বলদর্পী দেশগুলো।

১৯৯০ এর দশকের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশ বিশেষ করে ইরানের বিরুদ্ধে শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন