উপসাগরীয় নিরাপত্তা রক্ষায় বাইরের ভূমিকা অগ্রহণযোগ্য
https://parstoday.ir/bn/news/iran-i137136-উপসাগরীয়_নিরাপত্তা_রক্ষায়_বাইরের_ভূমিকা_অগ্রহণযোগ্য
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, উপকূলবর্তী দেশগুলোর অংশগ্রহণেই কেবলমাত্র পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ৩০, ২০২৪ ১০:৪৩ Asia/Dhaka
  • উপসাগরীয় নিরাপত্তা রক্ষায় বাইরের ভূমিকা অগ্রহণযোগ্য

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, উপকূলবর্তী দেশগুলোর অংশগ্রহণেই কেবলমাত্র পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।

এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের কোনো দেশের অংশ গ্রহণের প্রয়োজন নেই এবং তা গ্রহণযোগ্যও হবে না। 

পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে আমির আব্দুল্লাহিয়ান গতকাল (সোমবার) এ বক্তব্য দিয়েছেন। ২৯ অথবা ৩০ এপ্রিল ইরান বার্ষিক পারস্য উপসাগর দিবস উদযাপন করে। ১৬২২ সালের এই দিনে পর্তুগালের নৌবাহিনীকে পারস্য উপসাগর থেকে বহিষ্কার করা হয়। 

আমির আবদুল্লাহিয়ান বলেন, পারস্য উপসাগর যেমন অনন্য বাণিজ্য রুট হিসেবে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে কাজ করছে তেমনি কৌশলগত দিক থেকেও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় এই নৌ রুটের বিশেষ গুরুত্ব রয়েছেপারস্য উপসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে। পারস্য উপসাগরের যেমন রয়েছে ঐতিহাসিক গুরুত্ব তেমনি এর সভ্যতা, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান এবং অর্থনীতি, রাজনীতি, জ্বালানি পরিবহন ও রাজনৈতিক দিক থেকেও রয়েছে আলাদা গুরুত্ব।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই জটিল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য শুধুমাত্র উপকূলীয় দেশগুলোর অংশগ্রহণ প্রয়োজন, বাইরের কোনো দেশের অংশগ্রহণ কোনভাবেই সমর্থনযোগ্য নয়।#

পার্সটুডে/এসআইবি/৩০