ইরানি প্রতিভাবানদের সমর্থনে খসড়া বিল প্রস্তুত; 'একটি প্রতিভাও নষ্ট করা যাবে না'
(last modified Wed, 01 May 2024 11:46:53 GMT )
মে ০১, ২০২৪ ১৭:৪৬ Asia/Dhaka
  • একটি প্রতিভাও নষ্ট করা যাবে না: ইরানের সর্বোচ্চ নেতা
    একটি প্রতিভাও নষ্ট করা যাবে না: ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর পরিকল্পনায় ন্যাশনাল এলিটস ফাউন্ডেশন গঠিত হওয়ার দুই দশক পর এখন এটি পরিপক্ক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং নানা অঙ্গনে এর প্রভাব লক্ষণীয়।  

ইরানের ন্যাশনাল এলিটস ফাউন্ডেশনের উপপ্রধান সাইয়্যেদ সালমান সাইয়্যেদ আফাকি বলেছেন, ন্যাশনাল এলিটস ফাউন্ডেশন দেশের প্রতিভাবানদেরকে সহযোগিতা করার জন্য ৫৫ ধারাবিশিষ্ট একটি খসড়া বিল প্রস্তুত করেছে। প্রতিভাবানদের যোগ্যতা ও সামর্থ্য কাজে লাগাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদে এই বিল পাস হলে তা দেশের অনেক সমস্যার সমাধানে কাজে আসবে।

প্রতিভা অনুসন্ধানে সর্বোচ্চ নেতার গুরুত্বারোপ

ইরানের ন্যাশনাল এলিটস ফাউন্ডেশনের উপপ্রধান সাইয়্যেদ সালমান সাইয়্যেদ আফাকি সারা দেশ থেকে সেরা প্রতিভাবানদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেছেন, 'সেরা প্রতিভাবানদের চিহ্নিত করার  বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে  সর্বোচ্চ নেতা এর ওপর বারবার জোর দিচ্ছেন। সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিভাবানদের চিহ্নিতকরণের প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন করত হবে যাতে দেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও কোনো প্রতিভাবান অবহেলার স্বীকার না হন। সর্বোচ্চ নেতা আরও বলেন, যদি কোনো ব্যক্তির বিশেষ প্রতিভা থেকে থাকে এবং ঐ ব্যক্তি তার প্রতিভার স্বীকৃতি না পেয়ে মৃত্যুবরণ করে তাহলে বলতে হবে তার প্রতি অবিচার করা হয়েছে। এ কারণেই আয়াতুল্লাহ খামেনেয়ী জোর দিয়ে বলেছেন, লাখ লাখ ইরানি তরুণের মধ্য থেকে একটি প্রতিভাও যেন নষ্ট না হয়।'

ইরানের সেরা প্রতিভাবানদের সঙ্গে সর্বোচ্চ নেতার বৈঠক

 

ইরানের ন্যাশনাল এলিটস ফাউন্ডেশনের উপপ্রধান সাইয়্যেদ সালমান সাইয়্যেদ আফাকি এই ফাউন্ডেশনকে প্রতিভাবানদের আবাস হিসেবে উল্লেখ বলেছেন, 'আমরা গর্বিত যে, ন্যাশনাল এলিটস ফাউন্ডেশন সর্বোচ্চ নোতর পরিকল্পনা এবং প্রতিভাবানদের সমস্যা সমাধানে গঠিত হয়েছে এবং গঠিত হওয়ার দুই দশক পর এটি পরিপক্কতা অর্জন করেছে। গত কয়েক বছরে অনেকেই এই ফাউন্ডেশনের সমর্থন ও সহযোগিতা পেয়েছেন এবং বর্তমানে তারা দেশকে পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।'#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।