পাশ্চাত্যে বহিষ্কৃত শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ইরানের আরেকটি বিশ্ববিদ্যালয়
(last modified Fri, 03 May 2024 10:25:21 GMT )
মে ০৩, ২০২৪ ১৬:২৫ Asia/Dhaka
  • পাশ্চাত্যে বহিষ্কৃত শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ইরানের আরেকটি বিশ্ববিদ্যালয়

ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করার কারণে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের স্কলারশিপ দেয়ার ঘোষণা দিয়েছে ইরানের আরেকটি বিশ্ববিদ্যালয়।

তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের ডিন সাইয়্যেদ মাহমুদ অগামিরি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইহুদিবাদীদের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা বহিষ্কৃত হবে তাদেরকে আমরা স্কলারশিপ দেব। তিনি বলেন, এসব শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি থাকা-খাওয়ার জন্যও কোনো অর্থ পরিশোধ করতে হবে না। 

এর আগে পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কৃত শিক্ষার্থী ও  শিক্ষকদেরকে গ্রহণ করার কথা ঘোষণা করে ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ বিশ্ববিদ্যালয়।

শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের ডিন আরো বলেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসনের ফলে যেসব ফিলিস্তিনি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও বিশেষ সহযোগিতা দেবে তার বিশ্ববিদ্যালয়।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে প্রবল আন্দোলন চালিয়ে যাচ্ছেন।  তাদের আন্দোলনে যুক্ত হয়েছেন বহু অধ্যাপক।

যুক্তরাষ্ট্রের আন্দোলনে উৎসাহিত হয়ে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি ও ব্রিটেনসহ আরো বহু পশ্চিমা দেশে এ আন্দোলন ছড়িয়ে পড়েছে। এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিঃষ্কার করার হুমকি দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/‌এমএআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।