গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i137302-গাজায়_গণহত্যা_বন্ধ_করতে_ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_ছিন্ন_করুন_ইরান
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর চলমান গণহত্যা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করার জন্য ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৫, ২০২৪ ০৯:৫৬ Asia/Dhaka
  • হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর চলমান গণহত্যা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করার জন্য ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

গাম্বিয়ার রাজধানী বনজুলে শনিবার ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানান।

তিনি বলেন, “ফিলিস্তিনি জাতি এখন যে চরম প্রতিকূলতা ও দুর্ভোগের মধ্যে পড়েছে নিশ্চিতভাবে তা কেটে যাবে। কিন্তু এই কঠিন সময়ে মুসলিম দেশগুলো কে কীভাবে ফিলিস্তিনি জনগণের পক্ষে কতটুকু দাঁড়াতে পেরেছে তা ইতিহাস হয়ে থাকবে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিঃসন্দেহে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলে তা গাজায় গণহত্যা এবং জর্দান নদীর পশ্চিম তীরে নৃশংস দমন অভিযান বন্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি বলেন, গাজা পরিস্থিতি একথা সুস্পষ্টভাবে প্রমাণ করেছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করার ইসরাইলি বাসনা ‘দিবাস্বপ্ন’ ছাড়া আর কিছু নয়।  

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এটি একটি ঐতিহাসিক বাস্তবতা যে, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই এটি একটি অবৈধ দখলদার ও বর্ণবাদী সরকার এবং সময়ের পরিক্রমায় এটি কখনও বৈধ হয়ে যাবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের হাতে দখলীকৃত ভূখণ্ডের মুক্তি, ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দেয়া এবং ফিলিস্তিনি জনগণকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেয়ার মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা ফিরে আসতে পারে; অন্য কোনো উপায়ে নয়।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।