'ইসরাইলকে শক্ত আঘাত’ না করতে ইরানকে অনুরোধ করেছিল পশ্চিমারা: আবদুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i137440-'ইসরাইলকে_শক্ত_আঘাত’_না_করতে_ইরানকে_অনুরোধ_করেছিল_পশ্চিমারা_আবদুল্লাহিয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সম্প্রতি তার দেশ যে অপারেশন ট্রু প্রমিজ চালিয়েছিল তার আগে পশ্চিমা দেশগুলো ইসরাইলের ওপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২৪ ১৯:২১ Asia/Dhaka
  • 'ইসরাইলকে শক্ত আঘাত’ না করতে ইরানকে অনুরোধ করেছিল পশ্চিমারা: আবদুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সম্প্রতি তার দেশ যে অপারেশন ট্রু প্রমিজ চালিয়েছিল তার আগে পশ্চিমা দেশগুলো ইসরাইলের ওপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল। 

তিনি বলেন, ইসরাইল-বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমারা অনুরোধ করেছিল যে, যদি আপনারা ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে চান তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক কম হয়।

আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এই বক্তব্য দেন। তিনি বলেন, ইরান নিজেই তার সুবিধাজনক সময়ে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইসরাইলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়া হয় তখন পশ্চিমা দেশগুলো এবং ইউরোপে আমেরিকার মিত্ররা ইরানের সাথে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায়- ইসরাইলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার। কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে, ইসরাইলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেয়া হবে। 

আবদুল্লাহিয়ান বলেন, অভিযানের দুই দিন আগে আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে, ইসরাইলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটি লক্ষ্যবস্তু হবে না।

আমেরিকাকে দেয়া নোটিশে ইরান সতর্ক করে বলেছিল যে, যদি আমেরিকা ইরানের স্বার্থে আঘাত হানে তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত। 

আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম, আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত কিন্তু আমেরিকা যদি সামান্যতম ভুল করে তাহলে তাদের ঘাঁটিতে আঘাত করা হবে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।