বিশ্বের জনগণের উচিত প্যারিস অলিম্পিক থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কারের দাবি তোলা
https://parstoday.ir/bn/news/iran-i137528-বিশ্বের_জনগণের_উচিত_প্যারিস_অলিম্পিক_থেকে_ইহুদিবাদী_ইসরাইলকে_বহিষ্কারের_দাবি_তোলা
পার্সটুডে-ইরানের পার্লামেন্টের এক সদস্য বলেছেন: বিশ্বের সকল দেশের উচিত বৈষম্য ও অন্যায়-অবিচারকে দূরে ঠেলে দিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার দাবি তোলা। এই প্রতিবাদের একটি উপযুক্ত ক্ষেত্র হলো অলিম্পিক গেম থেকে ইসরাইলকে বাদ দেওয়ার দাবি উত্থাপন করা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১১, ২০২৪ ১৬:৫৪ Asia/Dhaka
  • বিশ্বের জনগণের উচিত প্যারিস অলিম্পিক থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কারের দাবি তোলা

পার্সটুডে-ইরানের পার্লামেন্টের এক সদস্য বলেছেন: বিশ্বের সকল দেশের উচিত বৈষম্য ও অন্যায়-অবিচারকে দূরে ঠেলে দিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার দাবি তোলা। এই প্রতিবাদের একটি উপযুক্ত ক্ষেত্র হলো অলিম্পিক গেম থেকে ইসরাইলকে বাদ দেওয়ার দাবি উত্থাপন করা।

মেহর বার্তা সংস্থার প্রতিবেদক আরাক থেকে নির্বাচিত ইরানের সংসদ সদস্য মোহাম্মদ হাসান আসফারি একটি সাক্ষাৎকার নিয়েছেন। ওই সাক্ষাৎকারে সাংসদ আসফারি প্যারিস অলিম্পিক থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জোর দিয়ে বলেন: ইউক্রেনে রাশিয়ার হামলার পর আমরা দেখেছি যে রাশিয়া এবং বেলারুশকে বিশ্বের সকল প্রতিযোগিতায় অংশ নিতে অস্বীকার করা হয়েছে। স্থগিত করা হয়েছিল তাদের অংশগ্রহণ। অপরদিকে, রাশিয়া এবং বেলারুশে কোনও ক্রীড়া ইভেন্টও অনুষ্ঠিত হয় নি।

তিনি আর বলেন: রাশিয়া এবং বেলারুশসহ আরও বহু দেশকে বিভিন্ন কারণে বহু বছর ধরে অলিম্পিক গেমসে অংশ নেয়ার বিষয়টি স্থগিত করা হয়েছিল। তেমনি ইহুদিবাদী ইসরাইলকেও গত কয়েক মাস ধরে ফিলিস্তিনে নৃশংস হামলা এবং গণহত্যার কারণে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার বিষয়টি স্থগিত করা উচিত।

ইরানের পার্লামেন্ট মজলিসে শুরায় আরাকের জনপ্রতিনিধি আরও বলেন:

বিশ্ববাসী যদি সত্যিকার অর্থে গাজার নিপীড়িত জনগণের ওপর ইসরাইলি নিপীড়নে বিরক্ত হয়ে থাকে, তাহলে তাদের উচিত বাস্তবে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর এই রুখে দাঁড়ানোর জন্য চমৎকার একটি সুযোগ হলো অলিম্পিক গেমসে তাদের অংশগ্রহণ বন্ধ করার দাবি করা।

জনাব আসফারি আরও বলেন: বিশ্বের স্বাধীনচেতা জনগণকে দেখাতে হবে যে তারা ইহুদিবাদী শাসনের পক্ষে নয়। বিশ্বের সমস্ত দেশকে একযোগে অলিম্পিকের আয়োজক কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতি আহ্বান জানানো উচিত যাতে ইহুদিবাদী ইসরাইলকে স্থগিত করা হয়। সেইসঙ্গে তাদের  ক্রীড়াবিদদের অলিম্পিকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া না হয়।

আসফারি বলেন: বিশ্বের সকল দেশের উচিত বৈষম্য ও অন্যায়-অবিচারকে দূরে ঠেলে দিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার দাবি তোলা। এই প্রতিবাদের একটি উপযুক্ত উপায় হলো অলিম্পিক গেম থেকে ইসরাইলকে বাদ দেওয়ার দাবি উত্থাপন করা।

ইরানের এই সংসদ সদস্য জোর দিয়ে বলেন: যদি বাস্তবে এই দাবি উত্থাপিত হয় এবং ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসে ইহুদিবাদী ইসরাইলের অংশগ্রহণ স্থগিত করা হয়, তাহলে বিশ্বের দেশগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যাপারে আশাবাদী হয়ে উঠবে। সুতরাং এই ঘটনাটি ঘটা উচিত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে এ বিষয়ে দ্বৈত মনোভাব থাকা উচিত নয়।

তিনি বলেন: অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে যাচ্ছে-এমন সব মুসলিম ও অমুসলিম দেশগুলোর উচিত এখন থেকেই অলিম্পিক গেমসে ইহুদিবাদী ইসরাইলি প্রতিনিধিদের প্রবেশ ঠেকানোর চেষ্টা করা।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।