“আইএইএ’র প্রস্তাব পাসে ইরানের পরমাণু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে না”
https://parstoday.ir/bn/news/iran-i138340-আইএইএ’র_প্রস্তাব_পাসে_ইরানের_পরমাণু_উন্নয়ন_পরিকল্পনা_বাধাগ্রস্ত_হবে_না
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যে প্রস্তাব পাস করেছে তাতে দেশের পরমাণু উন্নয়নের পরিকল্পনা বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৬, ২০২৪ ১১:৫৯ Asia/Dhaka
  • ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যে প্রস্তাব পাস করেছে তাতে দেশের পরমাণু উন্নয়নের পরিকল্পনা বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে তেহরান।

গতকাল (মঙ্গলবার) আইএইএ’র বোর্ড অফ গভর্নরস ইরানের বিরুদ্ধে এই প্রস্তাব পাসের পর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে। আইএইএ তাদের প্রস্তাবে ইরানকে অভিযুক্ত করে বলেছে, এই সংস্থার সাথে তেহরান পরমাণু ইস্যুতে যথেষ্ট সহযোগিতা করছে না। 

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, “এই ধরনের প্রস্তাব পাস ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো রকমের প্রভাব ফেলবে না। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি অনুসারে ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার রাখে।”

ইরান সবসময় বলে আসছে- তারা বিশ্বে সবচেয়ে স্বচ্ছতার সাথে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করছে যার উদ্দেশ্য জ্বালানি উৎপাদন এবং চিকিৎসা ও বিজ্ঞানের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে পরমাণু শক্তির ব্যবহার।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।