ইরানে বিজ্ঞান-গবেষণা-ভিত্তিক কোম্পানিগুলির ২০% প্রবৃদ্ধি ও শিক্ষা আকর্ষণ প্রদর্শনী
(last modified Fri, 14 Jun 2024 14:55:39 GMT )
জুন ১৪, ২০২৪ ২০:৫৫ Asia/Dhaka
  • ইরানে বিজ্ঞান-গবেষণা-ভিত্তিক কোম্পানিগুলির ২০% প্রবৃদ্ধি ও শিক্ষা আকর্ষণ প্রদর্শনী
    ইরানে বিজ্ঞান-গবেষণা-ভিত্তিক কোম্পানিগুলির ২০% প্রবৃদ্ধি ও শিক্ষা আকর্ষণ প্রদর্শনী

পার্সটুডে- তেহরান-বেইজিং সম্পর্ক জোরদার, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ থামাতে মুসলিম দেশগুলোর সব সামর্থ্য ব্যবহারের বিষয়ে ইরানের বিশেষ গুরুত্বারোপ, ইরানে বিজ্ঞান-গবেষণা-ভিত্তিক কোম্পানিগুলির সংখ্যা বৃদ্ধি এবং ইরানে বনাঞ্চল বৃদ্ধি- এসবই হচ্ছে সাম্প্রতিক দিনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। 

ব্রিক্স ও সাংহাই জোটের আওতায় তেহরান-বেইজিং সম্পর্ক বিস্তার 

পার্সটুডের সংবাদ অনুযায়ী সম্প্রতি রাশিয়ায় ব্রিক্স জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরান ও চীনের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো এবং তেহরান-বেইজিং সম্পর্ক জোরদার নিয়ে কথা বলেছেন। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়িই নানা বিষয়ে দুই দেশের সম্পর্কগুলো জোরদারের ওপর জোর দিয়েছেন।

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের গুরুত্বারোপ 

পার্সটুডে আরও জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি ২৪৫ দিন ধরে গাজার নারী ও শিশুদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ এবং ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলা ও বোমা-বর্ষণ অব্যাহত থাকার কথা তুলে ধরে বলেছেন, ইসরাইলের পণ্যগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে সরকারগুলোর ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার বিপরীতে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

খাদ্য শিল্পে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতায় ইরান অন্যতম প্রধান শক্তি 

পার্সটুডে আরও জানিয়েছে, ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার আন্তর্জাতিক বাণিজ্য প্রসার বিভাগের উপপ্রধান সাইয়্যেদ মোহাম্মাদ সাদেক কানানজাদেহ হালাল মার্কের নানা পণ্য উৎপাদনে যৌথ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ইরান খাদ্য শিল্পে অন্যতম প্রধান আঞ্চলিক উৎপাদক। তিনি বলেন, হালাল খাদ্য শিল্প কেবল মুসলিম দেশগুলোতেই সীমিত নয়, অমুসলিম অনেক দেশেও এ ধরনের পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ দেখা গেছে। পুরো বিশ্বেই হালাল মার্ক সুপরিচিতি অর্জন করেছে বলে তিনি জানান। 

ইরানে বাড়ছে বনাঞ্চল 

পার্সটুডে আরও জানিয়েছে, ইরানে বনাঞ্চলের পরিমাণ ১৫ শতাংশ বেড়েছে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। গত দুই দশকে ইরানের এই বনাঞ্চলের প্রবৃদ্ধির পরিমাণ এক কোটি ৭০ লাখ হেক্টরেরও বেশি।  বিশ্ব-ব্যাংকের নতুন পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে যখন বনাঞ্চল কমে যাচ্ছে উদ্বেগজনক গতিতে তখন ইরান বনাঞ্চল বিস্তারে অগ্রণী দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে।

ইরানে বিজ্ঞান-গবেষণা-ভিত্তিক কোম্পানিগুলির সংখ্যায় ২০% প্রবৃদ্ধি

পার্সটুডে আরও জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-মন্ত্রণালয়ের বিজ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর উন্নয়ন বিভাগের উপপ্রধান রেজা আসাদিফার্দ জানিয়েছেন, ইরানে এ ধরনের কোম্পানিগুলোর সংখ্যায় কমপক্ষে ২০ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। ফলে বিশেষায়িত খাতগুলোতে চার লাখ ব্যক্তির কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে এবং এ খাতে অর্জন হয়েছে প্রায় ৬ লাখ বিলিয়ন তুমান। 

ইরানে শিক্ষার নানা আকর্ষণ বিষয়ক প্রথম মেলা

পার্সটুডে আরও জানিয়েছে, ইরানে আগামী ৮ থেকে ১১ অক্টোবরে অনুষ্ঠিত হবে শিক্ষার নানা আকর্ষণ বিষয়ক প্রথম মেলা। মেলাটি হবে তেহরানের ইমাম খোমেনি (র) মোসাল্লাহ (বৃহত্তম জুমা নামাজ ও ঈদের জামাআত অনুষ্ঠানের কেন্দ্র) কমপ্লেক্সে। এই মেলার লক্ষ্য হল বিশ্বের নানা অঞ্চল থেকে ছাত্রদের আকৃষ্ট করার কাজে জড়িত ব্যক্তিদের পরিচিতি তুলে ধরা ও তাদের সক্রিয় করা  এবং তাদের নিয়ে ইকো-সিস্টেম গড়ে তোলা। বিশ্বের নানা জাতি ও সম্প্রদায় বা গোত্রের সংস্কৃতির আন্তর্জাতিক উৎসব এবং জ্ঞান-সংক্রান্ত শিল্প উৎসবও অনুষ্ঠানের কথা রয়েছে ওই উৎসবের পাশাপাশি। #

পার্সটুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ