লাইডেন বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৪: মুসলিম দেশগুলোর মধ্যে ইরান প্রথম
https://parstoday.ir/bn/news/iran-i139398
পার্স টুডে- নেদারল্যান্ডসের লাইডেন বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের র‌্যাঙ্কিংয়ে মুসলিম দেশগেুলোর প্রথম স্থানে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ওই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৭২টি দেশের ১ হাজার ৫০৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ইরানের রয়েছে ৪৬টি বিশ্ববিদ্যালয়।
(last modified 2025-07-29T13:26:15+00:00 )
জুলাই ০৮, ২০২৪ ১৬:২১ Asia/Dhaka
  • লাইডেন বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৪: মুসলিম দেশগুলোর মধ্যে ইরান প্রথম

পার্স টুডে- নেদারল্যান্ডসের লাইডেন বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের র‌্যাঙ্কিংয়ে মুসলিম দেশগেুলোর প্রথম স্থানে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ওই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৭২টি দেশের ১ হাজার ৫০৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ইরানের রয়েছে ৪৬টি বিশ্ববিদ্যালয়।

লাইডেনের চলতি বছরের র‌্যাঙ্কিংয়ে মুসলিম দেশগুলোর ১৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র‌্যাঙ্কিংয়ে তুরস্ক ৪০টি, সৌদি আরব ১৬টি, মিশর ১৫টি এবং পাকিস্তান ১৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে।

পার্সটুডে জানিয়েছে, লাইডেন র‌্যাঙ্কিংয়ে বৈজ্ঞানিক প্রভাব, সহযোগিতা, উন্মুক্ত-প্রবেশাধিকার প্রকাশনা এবং লিঙ্গ বৈচিত্র্য- ইত্যাদি সূচকের মাধ্যমে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান তুলে ধরা হয়। ক্লারিভেট উৎপাদিত ওয়েব অব সায়েন্স ডাটাবেজের প্রকাশনার ওপর ভিত্তি করে লাইডেন র‌্যাঙ্কিং তৈরি করা হয়।

লাইডেনের র‍্যাঙ্কিংয়ে থাকা ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা

ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটেশন অ্যান্ড মনিটরিং ইনস্টিটিউটের (আইএসসি) প্রধান সাইয়্যেদ আহমদ ফাজেলজাদেহ বলেছেন, লাইডেন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে মুসলিম দেশগুলোর ১৬৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছর র‍্যাঙ্কিংয়ে ছিল ১৪৫ বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে ইরানের ৪৬টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত হওয়ায় দেশটি প্রথম স্থান অধিকার করেছে।

লাইডেনের র‍্যাঙ্কিংয়ে থাকা ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা

প্রধান সাইয়্যেদ আহমদ ফাজেলজাদেহ জানান, বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে ইরানের ১০টি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো- তেহরান বিশ্ববিদ্যালয়, তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস, তারবিয়াত মোদারেস বিশ্ববিদ্যালয়, ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমির কাবির ইউনিভার্সিটি অব টেকনোলজি, শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস, শারিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, তাবরিজ বিশ্ববিদ্যালয়, ফেরদৌসি ইউনিভার্সিটি অব মাশহাদ এবং শিরাজ ইউনিভার্সিটি।

শিক্ষাগত মান, দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত নিবন্ধের সংখ্যার ভিত্তিতে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো সবসময় বিভিন্ন বৈশ্বিক র‍্যাঙ্কিং সিস্টেমে উল্লেখযোগ্য স্থান অর্জন করে থাকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮