বিশ্ব ট্রানজিটের সংযোগস্থল ইরান: ৪ মাসে ৭.৬ মিলিয়ন টন পণ্য পরিবহন
(last modified Tue, 23 Jul 2024 09:59:36 GMT )
জুলাই ২৩, ২০২৪ ১৫:৫৯ Asia/Dhaka
  • বিশ্ব ট্রানজিটের সংযোগস্থল ইরান: ৪ মাসে ৭.৬ মিলিয়ন টন পণ্য পরিবহন

পার্সটুডে-ইরানের কাস্টমস প্রধান বলেছেন: ইরানের মধ্য দিয়ে বিদেশী ট্রানজিট গত চার মাসে ৫৮.৫ ভাগ বৃদ্ধি পেয়েছে ৭ মিলিয়ন ৬২২ হাজার টনে পৌঁছেছে।

পণ্য পরিবহন এবং বৈশ্বিক ট্রানজিটের ক্ষেত্রে ইরানের কৌশলগত এবং ভূ-রাজনৈতিক একটি বিশেষ সুবিধাগত অবস্থান রয়েছে। এই অবস্থানগত সুবিধার কারণে বিশ্বের কোনো কোনো মিডিয়ায় ইরানকে বৈশ্বিক ট্রানজিটের চৌরাস্তা বলে অভিহিত করা হয়। ট্রানজিটের ক্ষেত্রে ইরানের বৈশিষ্ট্য হলো এটি নিরাপদ, সংক্ষিপ্ত রুট এবং সাশ্রয়ী। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, ইরানের কাস্টমস বিভাগের প্রধান মোহাম্মদ রেজওয়ানিফার বলেছেন: ইরানের মধ্য দিয়ে বিদেশী ট্রানজিট গত চার মাসে ৫৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭  মিলিয়ন ৬২২ হাজার টনে পৌঁছেছে। পশ্চিম আজারবাইজানের পিরনশাহর কাস্টমস গত ৪ মাসে বিগত এই সময়ের তুলনায় বেড়েছে ৬৬১ শতাংশ। ইরানের ট্রানজিট অরিজিন কাস্টমস বৃদ্ধির ক্ষেত্রে এই সংখ্যাটি সবচেয়ে বড়।

এরজোয়ানিফার্দ আরও জানান ট্রানজিট বৃদ্ধির দিক থেকে পিরনশাহরের পরের অবস্থানে রয়েছে যথাক্রমে সারখেশ, পারভিজ খান এবং বশমক।  

ইরানের কাস্টমসের মহাপরিচালক আরও বলেন, গত চার মাসে কেরমানশাহ প্রদেশের পারভিজখান কাস্টমস থেকে সবচেয়ে বেশি পরিমাণ বিদেশী ট্রানজিট হয়েছে। এ সময়ের মধ্যে পারভিজখান কাস্টমস পয়েন্ট থেকে ২ মিলিয়ন ১৬৬ হাজার টন পণ্য পরিবহন করা হয়েছে। ইরানের শাহিদ রাজায়ি, বাশমাক, বাজারগান এবং পিরানশাহর কাস্টমসগুলো পারভিজখানের পরবর্তী অবস্থানে রয়েছে।

এই প্রেক্ষাপটে সম্প্রতি ইরান রেলওয়ের মহাপরিচালক সাইয়্যেদ মিয়াদ সালেহিও ইরান-চীন ডাবল কার্গো কনটেইনার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন: ইরান চীনা পণ্য ইউরোপে পরিবহনের জন্য দ্রুত এবং নিরাপদ গেটওয়ে হিসাবে কাজ করে।

এরইমধ্যে গত রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে ইরান-চীন ডাবল কন্টেইনার ট্রেন চলাচল শুরু হয়েছে। এটি ছিল চীন-ইরান-ইউরোপ রেল করিডোরের প্রথম ধাপ। অনুষ্ঠানটি তেহরানের শুষ্ক রেল বন্দরের অপরিন লজিস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ