ঈসা (আ.)'র অবমাননার নিন্দা জানাচ্ছি: ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরান আর্মেনিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদের নীতির বাইরে থেকে সংজ্ঞায়িত পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরালোভাবে অব্যাহত থাকবে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও তাঁর সফরসঙ্গীরা আজ (মঙ্গলবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
ইরানের নয়া প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী তেহরান এসেছেন। এর ফাঁকে তিনি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করলেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে জাঙ্গেজুর করিডোর আর্মেনিয়ার জন্য ক্ষতিকর হবে এবং ইরান এই বিষয়ে নিজের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করছে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যে বিষয়টি বিভিন্ন জাতির নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করে তা হলো নিজের পাশাপাশি ঘনিষ্ঠ মিত্রদের উপর নির্ভর করা। কেউ কেউ দূর থেকে এসে যখন অন্য দেশগুলোর বিষয়ে হস্তক্ষেপ করে তখন তা চূড়ান্তভাবে ঐসব দেশের জন্য ক্ষতিকর হয়।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ঈসা (আ.)'র প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়ে মুসলমানদের দ্বিধা-দ্বন্দ্ব নেই, এটা মীমাংসিত বিষয়। আমরা ঈসা (আ.)সহ ঐশী ধর্মের মহান ব্যক্তিত্বদেরকে অসম্মান ও অপমান করার নিন্দা জানাচ্ছি।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।