ফার্সি ভাষার প্রসারে ভূমিকা রাখায় তাজিকিস্তানকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
(last modified Wed, 31 Jul 2024 04:15:01 GMT )
জুলাই ৩১, ২০২৪ ১০:১৫ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতার সঙ্গে তাজিকিস্তানের প্রেসিডেন্টের সাক্ষাতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ (সর্ববামে) উপস্থিত ছিলেন
    সর্বোচ্চ নেতার সঙ্গে তাজিকিস্তানের প্রেসিডেন্টের সাক্ষাতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ (সর্ববামে) উপস্থিত ছিলেন

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী বলেছেন: তার দেশ অতীতের মতো সকল ক্ষেত্রে তাজিকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে চায়। মঙ্গলবার সকালে ইরান সফররত তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামআলী রহমান তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলো বিশেষ করে একই ভাষাভাষি এবং একই ধর্ম, ইতিহাস ও সংস্কৃতির অধিকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তেহরান অগ্রাধিকার দেয়।

ইমাম আলী রহমান ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফর করায় তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান ইমাম খামেনেয়ী। তিনি বলেন, দু’দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা যত বেশি পরস্পরের দেশ সফর করবেন ততবেশি দু’দেশের সম্পর্ক গাঢ় ও শক্তিশালী হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন: ফার্সি ভাষা হচ্ছে ইরান, আফগানিস্তান ও তাজিকিস্তানের যৌথ ভাষা। কাজেই এই ভাষার সংরক্ষণ ও প্রসারের পাশাপাশি ফার্সি ভাষাবিরোধী তৎপরতা রুখে দেয়ার ক্ষেত্রে এই তিন দেশকেই এগিয়ে আসতে হবে। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, সাক্ষাতে ফার্সি ভাষার প্রসারে ভূমিকা রাখায় তাজিকিস্তানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা ফার্সি ভাষার প্রাচীন অক্ষরের প্রচলন ঘটানোর জন্য তাজিকিস্তানের প্রতি আহ্বান জানান।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সবশেষে বলেন:

ইরান ও তাজিকিস্তানের সম্পর্ক যাতে ঘনিষ্ঠ না হয় সেজন্য ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের মোকাবিলায় যৌথ প্রচেষ্টা জরুরি।

সর্বোচ্চ নেতার সঙ্গে তাজিকিস্তানের প্রেসিডেন্টের সাক্ষাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ উপস্থিত ছিলেন। এ সময় ইমাম খামেনেয়ীর সঙ্গে আরেকবার সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ইমামআলী রহমান। তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে নিজের সাক্ষাতের বিবরণ তুলে ধরে বলেন: আপনি যেমনটি অতীতেও বলেছেন, ইরান ও তাজিকিস্তান পরস্পরের আত্মীয়সম। আমরা ইরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে বিশেষ করে বিজ্ঞান, স্বাস্থ্যসেবা ও শিল্পক্ষেত্রে ইরানের অগ্রগতি ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

সাক্ষাতে ফার্সি ভাষার প্রচার ও প্রসারে নিজের গৃহিত কিছু কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামআলী রহমান। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৩১

ট্যাগ