ব্রিকস টিভি চ্যানেলে ইরানের ক্যালিগ্রাফি শিল্পের প্রদর্শনী
https://parstoday.ir/bn/news/iran-i140476-ব্রিকস_টিভি_চ্যানেলে_ইরানের_ক্যালিগ্রাফি_শিল্পের_প্রদর্শনী
পার্সটুডে- ইরানের ক্যালিগ্রাফি শিল্প নিয়ে তৈরি প্রামাণ্য চিত্র ‘ডট’ পাঁচটি ভাষায় ‘ব্রিকস’ আন্তর্জাতিক টিভি নেটওয়ার্কে দেখানো হবে।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
আগস্ট ১১, ২০২৪ ১০:৫৬ Asia/Dhaka
  • ব্রিকস টিভি চ্যানেলে ইরানের ক্যালিগ্রাফি শিল্পের প্রদর্শনী

পার্সটুডে- ইরানের ক্যালিগ্রাফি শিল্প নিয়ে তৈরি প্রামাণ্য চিত্র ‘ডট’ পাঁচটি ভাষায় ‘ব্রিকস’ আন্তর্জাতিক টিভি নেটওয়ার্কে দেখানো হবে।

ইরান ও রাশিয়ায় চিত্রায়িত ডকুমেন্টারি ফিল্ম ‘ডট’ ব্রিকস দেশগুলির বিশাল দর্শক সমাজের সামনে প্রদর্শন করা হবে। পার্সটুডে ফার্সি জানিয়েছে, ইরানি পরিচালক আমির ওয়ালিনেজাদ পরিচালিত এই ডকুমেন্টারি ফিল্মটিতে ইরানের ক্যালিগ্রাফি শিল্পের ইতিহাস তুলে ধরা হয়েছে এবং ব্রিকস টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রামাণ্য চিত্রটি রাশিয়ান, ইংরেজি, চীনা, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় পাওয়া যাবে।

এই ছবির পরিচালক বিশ্বাস করেন যে, ‘ডট’ ছবিটি ইরানি ক্যালিগ্রাফির মতো চারুকলাগুলোর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেয়।

আমির ওয়ালিনেজাদ আরো বলেন: ইরানি ক্যালিগ্রাফি পবিত্র কুরআনের ভাষা অনুলিপি করার ঐতিহ্য থেকে উদ্ভূত হয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।

এ সম্পর্কে ব্রিকস টিভি চ্যানেলের সম্পাদক কসেনিয়া কোমিসারোভা বিশ্বের অন্তত ৭০টি গণমাধ্যমের সঙ্গে এই চ্যানেলের সহযোগিতার কথা উল্লেখ করে বলেছেন: এ বিষয়টি আমাদের সকলকে ক্রমাগত আকর্ষণীয় বিষয়বস্তু বিনিময় করার সুযোগ করে দেয় যা জাতীয় তথ্য এজেন্ডাকে সমৃদ্ধ করার পাশাপাশি ব্রিকসভুক্ত দেশগুলি সম্পর্কে ভিডিও সামগ্রীর একটি অনন্য ডিজিটাল লাইব্রেরি তৈরি করতেও সাহায্য করে।

উল্লেখ্য, ব্রিকস টিভি (BRICS TV) ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর এই সংস্থাভুক্ত দেশগুলির দর্শকদের জন্য ২৪ ঘণ্টার একটি টেলিভিশন চ্যানেল।

নেটওয়ার্কটি রুশ ভাষায় ডিজিটাল টিভি অপারেটর, অনলাইন স্ট্রিমিং অবকাঠামো, ভিডিও হোস্টিং সাইট এবং রাশিয়া জুড়ে সামাজিক নেটওয়ার্কগুলির মাধ্যমে সম্প্রচার করা হয়। অন্যান্য ভাষার প্রোগ্রামগুলি এই নেটওয়ার্কের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।