মুসলিম দেশগুলোর মধ্যে কোয়ান্টাম প্রযুক্তি উৎপাদনে প্রথম স্থানে ইরান
(last modified Thu, 15 Aug 2024 04:06:28 GMT )
আগস্ট ১৫, ২০২৪ ১০:০৬ Asia/Dhaka
  • মুসলিম দেশগুলোর মধ্যে কোয়ান্টাম প্রযুক্তি উৎপাদনে প্রথম স্থানে ইরান

পার্সটুডে- ওযেব অফ সায়েন্স (Web of Science) ডাটাবেসের তথ্য অনুসারে, কোয়ান্টাম প্রযুক্তির সকল ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈজ্ঞানিক উত্পাদনগুলি মুসলিম দেশগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

বিশ্বজুড়ে কোয়ান্টাম প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। বিংশ শতাব্দির প্রথম কোয়ান্টাম বিপ্লব রেডিওর মতো যন্ত্র তৈরির সুযোগ করে দেয় এবং উন্নত কম্পিউটিং মেশিন যেমন কম্পিউটার তৈরি এবং তারপরে ইন্টারনেটের জগতে প্রবেশের মতো প্রযুক্তিতে একটি দুর্দান্ত পরিবর্তন এনে দেয়। বিগত বছরগুলোতে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা বজায় থাকা সত্ত্বেও ইরান এই বিজ্ঞানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।  এ সম্পর্কে পার্সটুডে ফার্সি জানাচ্ছে, ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটেশন অ্যান্ড মনিটরিং ইনস্টিটিউটের (ISC) প্রধান সাইয়্যেদ আহমাদ ফাজেলজাদে বলেছেন: কোয়ান্টাম প্রযুক্তির সকল ক্ষেত্রে ইরান বিশ্বে অষ্টম এবং মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে।

ফাজেলজাদে আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ২০ বছরের পরিকল্পনায় যেসব অগ্রগতি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেসবের মধ্যে ছিল কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে বিজ্ঞান-ভিত্তিক ব্যবস্থাপনা, সফ্টওয়্যার ও হার্ডওয়্যার সক্ষমতা, কোয়ান্টাম প্রযুক্তিতে জ্ঞান ও নতুন নতুন প্রযুক্তির সম্প্রসারণ ও বিকাশের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কার্যকর অংশগ্রহণের মাধ্যমে ইরান পশ্চিম এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে শীর্ষস্থান অধিকার করবে।  

ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটেশন অ্যান্ড মনিটরিং ইনস্টিটিউটের প্রধান আরো বলেন, চীন কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ১৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ বরাদ্দ করেছে, ইউরোপীয় ইউনিয়ন বিনিয়োগ করেছে ৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রায় ২ বিলিয়ন ডলার।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ