স্বাধীনচেতা দেশগুলোর নয়া বিশ্ব ব্যবস্থা সাফল্য অর্জন করছে: ইরান
(last modified Sun, 15 Sep 2024 10:57:42 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১৬:৫৭ Asia/Dhaka
  • স্বাধীনচেতা দেশগুলোর নয়া বিশ্ব ব্যবস্থা সাফল্য অর্জন করছে: ইরান

পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ান বিশ্বে মার্কিন নীতির ব্যর্থতার কথা তুলে ধরে বলেছেন, বিশ্বের কোনো অংশেই আমেরিকার কোনো অর্জন নেই। স্বাধীনচেতা দেশগুলোর অংশগ্রহণে নয়া বিশ্ব ব্যবস্থা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।

মিনস্কে বেলারুশের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলেকজান্ডার উলফোভিচের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। ইরানের নিরাপত্তা বিষয়ক এই শীর্ষ কর্মকর্তা দুই দেশের মধ্যে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারের আহ্বান জানান।

পার্সটুডে জানাচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষকরে শিল্প, খনিজ এবং বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান আন্তর্জাতিক ব্যবস্থায় বহুপাক্ষিকতার প্রয়োজনীয়তার বিষয়ে দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন, 'এটা  একটা অনস্বীকার্য বাস্তবতা যে, বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বিশ্ব ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে।'

তিনি আরও বলেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো একসময় বিশ্ব বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলোকে পিষে ফেলার চেষ্টা করেছিল, এখন তারা নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন- ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থাসহ এ ধরণের সংগঠন ও প্রতিষ্ঠানগুলো নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ব আর পেছনে ফিরে যাবে না বলে তিনি মন্তব্য করেন।  

তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের উন্নয়ন-অগ্রগতির দিকে ইঙ্গিত করে বলেন, ইহুদিবাদী ইসরাইল এরিমধ্যে পরাজিত হয়েছে।

এই বৈঠকে বেলারুশের নিরাপত্তা পরিষদের সচিব বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার বিষয়ে ইরানি কর্মকর্তার বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেন, এই ইস্যুতে তেহরান ও মিনস্ক একই দৃষ্টিভঙ্গি পোষণ করে। উভয় দেশের পক্ষ থেকে এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।#  

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।