‘নেতানিয়াহু একজন রক্তপিপাসু দানব, হিটলারের চেয়ে কম নয়'
(last modified Sat, 28 Sep 2024 09:07:40 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১৫:০৭ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন রক্ত পিপাসু দানব, হিটলারের চেয়ে সে কম নয়। 

গতকাল (শুক্রবার) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মিডিয়া স্টেক-আউটে তিনি এ মন্তব্য করেন। আব্বাস আরাকচি বলেন, আমি মনে করি এই রক্ত পিপাসু দানবকে থামানোর জন্য সারা বিশ্বকে রুখে দাঁড়ানো উচিত। এই দানব হিটলারের চেয়ে কোন অংশে কম নয়। 

সারা বিশ্বের নিন্দা, সমালোচনা এবং জনমতের বিরোধিতা করে যুদ্ধবাজ নেতানিয়াহু যখন গত অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তখন ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন। ইহুদিবাদী ইসরাইল গত এক সপ্তাহ ধরে লেবাননের বিভিন্ন অংশে লাগাতার বিমান হামলাও চালাচ্ছে যার অংশ হিসেবে গতকাল রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বাংকার ব্লাস্ট বোমা দিয়ে কয়েকটি বেসামরিক ভবন সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে। ইসরাইল দাবি করছে, এসব বেসামরিক ভবনের নিচেই হিজবুল্লাহ অস্ত্রের গুদাম বানিয়েছিল।

আব্বাস আরাকচি দুঃখ প্রকাশ করে বলেন, ইসরাইলের এই ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা সত্বেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তা বন্ধ করার জন্য কোন কিছুই করেনি। একইভাবে তিনি আমেরিকা এবং পশ্চিমা কয়েকটি দেশকেও ইসরাইলকে থামানোর ব্যাপারে ব্যর্থ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইসরাইল আমেরিকার সমর্থনে এতটাই উত্সাহিত হয়েছে যে, তারা এখন লেবাননের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

 

 

 

 

 

 

ট্যাগ