ভারতীয় নৌবাহিনীর শান্তি ও বন্ধুত্বের ফ্লিটকে স্বাগত জানিয়েছে বন্দর আব্বাস
https://parstoday.ir/bn/news/iran-i142224-ভারতীয়_নৌবাহিনীর_শান্তি_ও_বন্ধুত্বের_ফ্লিটকে_স্বাগত_জানিয়েছে_বন্দর_আব্বাস
পার্সটুডে- ভারতীয় নৌবাহিনীর শান্তি ও বন্ধুত্বের ফ্লিট ইরানের দক্ষিণে বন্দর আব্বাসে ভিড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০১, ২০২৪ ১৬:২১ Asia/Dhaka
  • ভারতীয় নৌবাহিনীর শান্তি ও বন্ধুত্বের ফ্লিটকে স্বাগত জানিয়েছে বন্দর আব্বাস
    ভারতীয় নৌবাহিনীর শান্তি ও বন্ধুত্বের ফ্লিটকে স্বাগত জানিয়েছে বন্দর আব্বাস

পার্সটুডে- ভারতীয় নৌবাহিনীর শান্তি ও বন্ধুত্বের ফ্লিট ইরানের দক্ষিণে বন্দর আব্বাসে ভিড়েছে।

ভারতীয় নৌবাহিনীর শান্তি ও বন্ধুত্বের ফ্লিট তিনটি প্রশিক্ষণ যুদ্ধ জাহাজ নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে "কমব্যাট ডেস্ট্রয়ার তির", "কমব্যাট ডেস্ট্রয়ার শার্দুল" এবং "কমব্যাট ডেস্ট্রয়ার ভিরা"। পার্সটুডে -এর মতে, এই ফ্লোটিলাটি যুদ্ধ ও প্রশিক্ষণ ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সমুদ্রযাত্রার অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইরানের বন্দর আব্বাসে এসেছে।  

ইরানের জাতীয় ও সামরিক কর্মকর্তাদের সাথে ভারতীয প্রতিনিধির বৈঠক, ইরানি ও ভারতীয় ডেস্ট্রয়ারের ডেকে কূটনৈতিক বৈঠক, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ভারতের নৌবাহিনীর কর্মীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং নৌবাহিনীর বন্দর আব্বাসের সাংস্কৃতিক ও বাণিজ্যিক স্থান পরিদর্শনের জন্য ভারতীয় নৌবহরের কর্মীরা চার দিন ধরে বন্দর আব্বাসে অবস্থান করছেন। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।