ইরানের প্রতিশোধমূলক অভিযানে ইসরাইল পাল্টা প্রতিক্রিয়া দেখালে ফল কী হবে?
(last modified Sat, 05 Oct 2024 12:30:07 GMT )
অক্টোবর ০৫, ২০২৪ ১৮:৩০ Asia/Dhaka
  • সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের পাশে ইরানি সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার
    সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের পাশে ইরানি সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার

পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ইসরাইলের সম্ভাব্য ভুলের পুনরাবৃত্তির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। পার্সটুডে'র রিপোর্ট অনুসারে, ইরানের প্রেসিডেন্ট সোশ্যাল নেটওয়ার্ক এক্সে লিখেছেন: "নেতানিয়াহুর জানা উচিত যে ইরান যুদ্ধবাজ নয়, তবে তাদের যেকোনো হুমকির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে ইরান। এবারে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ছিল আমাদের ক্ষমতার একটি ক্ষুদ্র নিদর্শন মাত্র তাই, ইরানের সাথে সংঘাতে জড়াবেন না।"

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফও এ প্রসঙ্গে বলেছেন: 'ইরান ইসরাইলের সম্ভাব্য যেকোনো হঠকারী পদক্ষেপ মোকাবেলায় নিজেকে প্রস্তুত রেখেছে এবং একটি অপ্রত্যাশিত পরিকল্পনা তৈরি করেছে। তাই ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে একেবারে ভিন্ন মাত্রায়।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরিও ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছেন: যদি ইসরাইল ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে 'সত্য প্রতিশ্রুতি-২ অভিযানের' পুনরাবৃত্তি করা হবে। সেইসাথে ইসরাইলের সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে।

 ডান দিক থেকে মেজর জেনারেল সালামি, মেজর জেনারেল মুসাভি, মেজর জেনারেল বাকেরি এবং মেজর জেনারেল সাফাভি

ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ মেজর-জেনারেল আব্দুল রহিম মুসাভিও ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা ফের অপরাধ করে তবে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে কয়েকগুণ বেশি এবং আরো শক্তিশালী।

ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহও এ প্রসঙ্গে বলেছেন: 'সত্য প্রতিশ্রুতি-২ অভিযান' সম্পূর্ণরূপে বৈধ এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরান হামলা চালিয়েছে, তবে ইসরাইল যদি ফের ধৃষ্টতা দেখায় তাহলে ইরানের পরবর্তী জবাব হবে আরো কঠোর, আরো মারাত্মক ও ধ্বংসাত্মক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন: ইসরাইল যদি আর কোনো প্রতিক্রিয়া না দেখায় তাহলে ইরানও তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো পদক্ষেপ নেবে না।

সম্প্রতি ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন এবং তেহরানে হামাস প্রধানকে হত্যার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ হিসাবে ইরান  জাতিসংঘের সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে ইসরাইলের বিরুদ্ধে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ