ইরান: গ্যাস শোধনাগারের এক হাজার পণ্য ও সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন
https://parstoday.ir/bn/news/iran-i143120-ইরান_গ্যাস_শোধনাগারের_এক_হাজার_পণ্য_ও_সরঞ্জাম_উৎপাদনে_স্বয়ংসম্পূর্ণতা_অর্জন
পার্সটুডে- ইরানের দক্ষিণ পার্স গ্যাস কমপ্লেক্সের চতুর্থ শোধনাগারের ব্যবস্থাপক বেহজাদ সালারি বলেছেন, এই শোধনাগারের প্রায় এক হাজার পণ্য ও প্রযুক্তি সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৮, ২০২৪ ১৭:৪৩ Asia/Dhaka
  • ইরান: গ্যাস শোধনাগারের এক হাজার পণ্য ও সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন

পার্সটুডে- ইরানের দক্ষিণ পার্স গ্যাস কমপ্লেক্সের চতুর্থ শোধনাগারের ব্যবস্থাপক বেহজাদ সালারি বলেছেন, এই শোধনাগারের প্রায় এক হাজার পণ্য ও প্রযুক্তি সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে।

তিনি বলেন, ইরানি বিজ্ঞানী ও গবেষকদের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে এসব সরঞ্জাম তৈরি করা হয়েছে। ইরানের জ্ঞান-ভিত্তিক প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বেহজাদ সালারির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এর ফলে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমে গেছে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

ইরানের দক্ষিণ পার্স গ্যাস কমপ্লেক্সের চতুর্থ শোধনাগারটি এই কমপ্লেক্সের প্রথম ও তৃতীয় ধাপের পাশে অবস্থিত।

দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র হচ্ছে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র। এটি পারস্য উপসাগরে ইরান ও কাতারের যৌথ পানি সীমায় অবস্থিত।

দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ প্রায় ৫১ ট্রিলিয়ন কিউবিক মিটার। এর মধ্যে ৩৬ ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস এখনই উত্তোলনযোগ্য।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।