আমেরিকার অবরোধ ভেঙে লিম্ফ নোড ক্যান্সার নির্ণয়ের ওষুধ উৎপাদন
(last modified Thu, 07 Nov 2024 08:59:33 GMT )
নভেম্বর ০৭, ২০২৪ ১৪:৫৯ Asia/Dhaka
  • ইরানের পরমাণু বিজ্ঞান গবেষকদের নয়া অর্জন
    ইরানের পরমাণু বিজ্ঞান গবেষকদের নয়া অর্জন

পার্সটুডে-ইরানের একটি প্রযুক্তি কোম্পানির গবেষকরা লিম্ফ নোড ক্যান্সার নির্ণয়ের রেডিও মেডিসিন তৈরির ফর্মুলা আবিষ্কার করতে সফল হয়েছে। এই ঔষধ ডাক্তারদেরকে লিম্ফ নোড ক্যান্সার সঠিকভাবে নির্ণয় করতে সাহায্য করবে।

ইরানের ওই প্রযুক্তি কোম্পানির গবেষকরা, রেডিওফার্মাসিউটিক্যাল টেকনিসিম-৯৯'র কার্যকরী মেডিসিন উত্পাদনের ফর্মুলা আবিষ্কারে সফল হয়েছেন। পার্সটুডে আরো জানিয়েছে, এর আগে এই রেডিও মেডিসিন উৎপাদনের একচেটিয়া অধিকার ছিল আমেরিকার হাতে।

ইরানি গবেষকরা বলেছেন এই নয়া আবিষ্কারের ফলে লিম্ফ নোড ক্যান্সারে আক্রান্ত রোগীদের জীবনমানের উন্নয়ন ঘটতে পারে।

রেডিওফার্মাসিউটিক্যাল টেকনিসিম-৯৯ প্রোডাক্টটি কেবল মার্কিন কোম্পানির অধিকারে থাকায় এর দাম ছিল অনেক বেশি। এখন এই প্রযুক্তি ইরানে স্থানীয়করণ করা হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী দেড় বছরের মধ্যে এই পণ্যটি আনুষ্ঠানিকভাবে বাজারে প্রবেশ করবে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।