ইরানে চিকিৎসার মান খুবই প্রশংসনীয়: সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত
(last modified Mon, 09 Dec 2024 09:47:14 GMT )
ডিসেম্বর ০৯, ২০২৪ ১৫:৪৭ Asia/Dhaka
  • ইরানে চিকিৎসার মান খুবই প্রশংসনীয়: সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত
    ইরানে চিকিৎসার মান খুবই প্রশংসনীয়: সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

পার্সটুডে-ইরানের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে সুইজারল্যান্ডের সাথে যৌথ সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানিয়েছেন।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারকান্দি তেহরানে সুইস রাষ্ট্রদূত নাদিন অলিভিয়েরি লোজানোর সাথে বৈঠকে দু'দেশের মধ্যে সহযোগিতা বিস্তারের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন ইরান এবং সুইজারল্যান্ডের মধ্যে অতীত থেকেই বৈজ্ঞানিক ও একাডেমিক সম্পর্ক ছিল এবং যৌথ সহযোগিতার ভিত্তিতে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে উভয় দেশের মাঝে সম্মেলন এবং ওয়েবিনারের সুযোগ রয়েছে। পার্সটুডে আরও জানায় ইরানের স্বাস্থ্যমন্ত্রী বিশেষজ্ঞ পর্যালোচনা এবং বাধা অপসারণের জন্য ইরান ও সুইজারল্যান্ডের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং টেবিল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি আরও বলেন: দু'দেশের দ্বিতীয় অর্থনৈতিক কমিশন এবার তেহরানে অনুষ্ঠানের প্রস্তাব করেছে ইরান। ওই সম্মেলন আয়োজনের কারিগরি এবং বাস্তবায়নের দিকগুলো তদন্ত করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তেহরানে সুইস রাষ্ট্রদূত মি. লোজানোও ওই বৈঠকে বলেছেন যে তার কাঁধের অস্ত্রোপচার সুইজারল্যান্ডে একজন ইরানী ডাক্তার করেছিলেন। তাঁর চক্ষুরোগ বিশেষজ্ঞও একজন ইরানী বলে জানান তিনি। সুইস রাষ্ট্রদূত বলেন: আমাদের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ইরানি ডাক্তার রয়েছে। ইরানের সাথে বৈজ্ঞানিক সম্পর্ক উন্নত করার ব্যাপারে তাঁর আগ্রহের কথাও জানান।

উল্লেখ্য দেড় শতাব্দীরও বেশি সময় ধরে ইরান এবং সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস রয়েছে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।