জার্মানি ও জাপানের পাশাপাশি ইরানও তৈরি করছে ইনস্ট্যান্ট গ্যাস পরিমাপক কিটস
https://parstoday.ir/bn/news/iran-i144922-জার্মানি_ও_জাপানের_পাশাপাশি_ইরানও_তৈরি_করছে_ইনস্ট্যান্ট_গ্যাস_পরিমাপক_কিটস
পার্স-টুডে-ইরানও এখন জার্মানি ও জাপানের পাশাপাশি তৈরি করছে ইনস্ট্যান্ট গ্যাস পরিমাপক কিটস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২৪ ১৬:৩৪ Asia/Dhaka
  • ইরানও এখন জার্মানি ও জাপানের পাশাপাশি তৈরি করছে ইনস্ট্যান্ট গ্যাস পরিমাপক কিটস
    ইরানও এখন জার্মানি ও জাপানের পাশাপাশি তৈরি করছে ইনস্ট্যান্ট গ্যাস পরিমাপক কিটস

পার্স-টুডে-ইরানও এখন জার্মানি ও জাপানের পাশাপাশি তৈরি করছে ইনস্ট্যান্ট গ্যাস পরিমাপক কিটস।

ইরানের প্রযুক্তিগত গবেষণা-ভিত্তিক কোম্পানি ক্রিস্টাল টেস্ট লাইট (বুলুর অযম'য়ি সানজেশে নুর)-এর নির্বাহী ব্যবস্থাপক মোহাম্মাদ জাওয়াদ ক'রগার এইসব টেস্ট কিট উৎপাদন সম্পর্কে বলেছেন, ইরানি গবেষকদের তৈরি-করা ইনস্ট্যান্ট গ্যাস পরিমাপক কিটস অত্যন্ত উন্নত মানের ও জটিল প্রযুক্তি-নির্ভর। তিনি আরও বলেছেন, এই যন্ত্রের সমস্ত প্রাথমিক উপাদান বা উপকরণ ইরানেই তৈরি করা হয়েছে এবং এই যন্ত্র নানা ধরনের গ্যাস শনাক্ত করতে সক্ষম। ইরানের তৈরি করা এই যন্ত্র উৎপাদনের খরচও এর জাপানি ও জার্মান সংস্করণের চেয়ে ৫০ শতাংশ কম বলে তিনি জানান।  

মোহাম্মাদ জাওয়াদ ক'রগার আরও জানান, এই যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহার করা যায় জ্বালানী তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল শিল্পে। তিনি এ প্রসঙ্গে বলেছেন,  শোধনাগার বা পেট্রোকেমিক্যাল কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় চালু করার সময় গ্যাসের স্তর বা লাইন ও চেম্বারের অবস্থা বোঝার জন্য পরীক্ষাগারে নানা নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে যে ব্যাপক সময় ও অর্থ খরচ হয় এই যন্ত্র বা কিট থাকলে সেসবের আর প্রয়োজন হয় না, কারণ এই কিট মাত্র কয়েক সেকেন্ডে গ্যাসের ধরণ ও পরিমাণ শনাক্ত করে।

বুলুর অযম'য়ি সানজেশে নুর কোম্পানির নির্বাহী ব্যবস্থাপক আরও জানিয়েছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোতে এই কিটস-এর ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে, কারণ এইসব দেশের প্রধান শিল্পই হল জ্বালানী তেল ও গ্যাস শিল্প এবং পেট্রো-কেমিক্যাল। #

পার্সটুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।