বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইরানকে আমন্ত্রণ
https://parstoday.ir/bn/news/iran-i145508
পার্সটুডে- তেহরানে বেলারুশের রাষ্ট্রদূত দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ইরানের উপস্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০১, ২০২৫ ১৯:৫০ Asia/Dhaka
  • বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইরানকে আমন্ত্রণ
    বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইরানকে আমন্ত্রণ

পার্সটুডে- তেহরানে বেলারুশের রাষ্ট্রদূত দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ইরানের উপস্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।

ইরানে বেলারুশের রাষ্ট্রদূত দিমিত্রি কালতসভ মঙ্গলবার ইরানের উপস্বরাষ্ট্রমন্ত্রী আলী জিনিভান্দের সাথে সাক্ষাতে, ২৬ জানুয়ারি বেলারুশে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়ার জন্য ইরানের উপস্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

পার্সটুডে-এর খবর অনুযায়ী, ইরানের উপস্বরাষ্ট্রমন্ত্রী বেলারুশের রাষ্ট্রদূতের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন এবং ইরানের নির্বাচনকে সবচেয়ে গণতান্ত্রিক ও নিরাপদ নির্বাচন হিসেবে উল্লেখ করে বলেছেন: "ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়,  অভিভাবক পরিষদ এবং পার্লামেন্টের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইরানের সব দল ও বিভিন্ন গ্রুপ নির্বাচনে অংশ নিতে পারে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।