ফিলিপাইনের ১৭ নাবিককে মুক্তি দিতে ইরানের প্রচেষ্টার জন্য তেহরানকে ম্যানিলার ধন্যবাদ
(last modified Thu, 30 Jan 2025 12:16:26 GMT )
জানুয়ারি ৩০, ২০২৫ ১৮:১৬ Asia/Dhaka
  • ফিলিপাইনের ১৭ নাবিককে মুক্তি দিতে ইরানের প্রচেষ্টার জন্য তেহরানকে ম্যানিলার ধন্যবাদ
    ফিলিপাইনের ১৭ নাবিককে মুক্তি দিতে ইরানের প্রচেষ্টার জন্য তেহরানকে ম্যানিলার ধন্যবাদ

পার্সটুডে - ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি প্রতিপক্ষকে এক চিঠি পাঠিয়েছেন, যেখানে গ্যালাক্সি লিডার জাহাজের ফিলিপাইনের নাবিকদের ফিরিয়ে দেওয়ার জন্য তেহরানের প্রচেষ্টার জন্য ম্যানিলার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচিকে লেখা এক চিঠিতে, ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এনরিক মানালো 'গ্যালাক্সি লিডার' জাহাজের ১৭ জন ফিলিপিনো নাবিককে তাদের স্বদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ইরানের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং এই প্রচেষ্টাকে "আন্তর্জাতিক শান্তির প্রতীক" হিসেবে বর্ণনা করে বলেছেন এটা দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সদিচ্ছার প্রমাণ। পার্সটুডে-র মতে, এই চিঠিতে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে ইরানের মূল্যবান সহযোগিতা এবং সমর্থনের আন্তরিক প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ইসলামী প্রজাতন্ত্র ইরান গত কয়েক মাস ধরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে গ্যালাক্সি লিডার জাহাজের ক্রুদের মুক্তি এবং তাদের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করে আসছে। গ্যালাক্সি লিডারের ক্রুরা ২৩শে জানুয়ারী ওমান হয়ে তাদের দেশে ফিরে আসে।

এর আগে, মেক্সিকান সরকার গ্যালাক্সি লিডার জাহাজ থেকে বেশ কয়েকজন মেক্সিকান নাগরিককে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল।

১৮ নভেম্বর, ২০২৪ তারিখে, গাজা উপত্যকায় ইসরাইল সরকারের ব্যাপক আক্রমণের মাঝে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরাইলি জাহাজ "গ্যালাক্সি লিডার" আটক করে।

২৩শে জানুয়ারী, ইয়েমেনি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল ঘোষণা করে যে গাজায় ইয়েমেনের সহায়তা অভিযানের অংশ হিসেবে এবং যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে গ্যালাক্সি লিডার জাহাজের ক্রুদের মুক্তি দেওয়া হয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।