আমেরিকা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে
অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ক্ষমতার চরম অপব্যবহার: বাকায়ি
-
অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ক্ষমতার চরম অপব্যবহার: বাকায়ি
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, এক্স সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় বলেছেন: আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রদান খুবই বিপজ্জনক।
ইরানের মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শুক্রবার রাতে আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর ইসরাইলি অপরাধে জড়িত থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন: আমেরিকা নিজেদের অভ্যন্তরীণ আইনকে বহির্বিশ্বে প্রয়োগ করার আসক্তিতে ভুগছে। সেজন্যই তারা এখন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেছে। পার্সটুডে আরও জানায় বাকায়ি এক্স-সোশ্যাল নেটওয়ার্কে এ বিষয়ে লিখেছেন: ইসরাইলের জঘন্য অপরাধ তদন্তের পর আন্তর্জাতিক অপরাধ আদালত যে শাস্তিমূলক রায় দিয়েছে ওই রায়ের কারণে আদালতের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনা অভূতপূর্ব ও জঘন্য একটি কাজ, আমেরিকা এমন একটি দখলদার শক্তির সমর্থনে এ জঘন্য কাজটি করলো যারা ফিলিস্তিনের ঔপনিবেশিক ধ্বংসের লক্ষ্যে সব ধরণের অপরাধ করেছে।
বাকায়ি আরও বলেছেন: আন্তর্জাতিক অপরাধ আদালতকে আমেরিকার পক্ষ থেকে বয়কট করা ক্ষমতার চরম অপব্যবহারের একটি বাস্তব উদাহরণ। ওই বয়কটের লক্ষ্য ইসরাইলকে সম্পূর্ণ দায়মুক্তি প্রদান করার পাশাপাশি আরও বেশি অপরাধ করার অনুমতি দেওয়ার শামিল। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাঁর বার্তার শেষাংশে জোর দিয়ে বলেছেন: আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই নিষেধাজ্ঞার বিপদ সম্পর্কে সচেতন থাকতে হবে এবং যথোপযুক্ত প্রতিক্রিয়া জানাতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের সমর্থনে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি নির্বাহী আদেশ জারি করেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে থাকাকালে গত বৃহস্পতিবার রাতে ওই আদেশ জারি করা হয়।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।