ইরান রাশিয়ার নির্ভরযোগ্য বন্ধু এবং ভালো প্রতিবেশী: পুতিন
https://parstoday.ir/bn/news/iran-i148186-ইরান_রাশিয়ার_নির্ভরযোগ্য_বন্ধু_এবং_ভালো_প্রতিবেশী_পুতিন
পার্সটুডে-ইরানের ইরানের প্রেসিডেন্ট ড. পেজেশকিয়ন জনগণের উদ্দেশ্যে তার নওরোজের বার্তায় বলেছেন:  নওরোজ এবং ক্বদরের রাত হল একই আলোর দুটি রশ্মি এবং একই সত্যের দুটি প্রকাশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২০, ২০২৫ ১৮:২৬ Asia/Dhaka
  • ইরান রাশিয়ার নির্ভরযোগ্য বন্ধু এবং ভালো প্রতিবেশী: পুতিন
    ইরান রাশিয়ার নির্ভরযোগ্য বন্ধু এবং ভালো প্রতিবেশী: পুতিন

পার্সটুডে-ইরানের ইরানের প্রেসিডেন্ট ড. পেজেশকিয়ন জনগণের উদ্দেশ্যে তার নওরোজের বার্তায় বলেছেন:  নওরোজ এবং ক্বদরের রাত হল একই আলোর দুটি রশ্মি এবং একই সত্যের দুটি প্রকাশ।

তিনি আরও বলেন: নতুন সময়ের চক্রে, আমরা আমাদের ভাগ্যকে তার চেয়েও উচ্চতর এবং আরও মহৎ করে তুলব। রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্টের কাছে নওরোজের আগমনে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ড. পেজেশকিয়নের কাছে পাঠানো বার্তায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন: ইরান রাশিয়ার নির্ভরযোগ্য বন্ধু এবং ভালো প্রতিবেশী। নওরোজ হল ইরানি গভীর শেকড়ে প্রোথিত একটি প্রাচীন উৎসব। ইরান ছাড়াও এই উৎসব অনেক দেশে সৌর নববর্ষের শুরুতে উদযাপিত হয়। বার্তা সংস্থা ইরনা'র উদ্ধৃতি দিয়ে,পার্সটুডে আরও জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লেখা ওই নওরোজের অভিনন্দন বার্তায় জোর দিয়ে বলেছেন: আমরা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার সাথে সাথে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক বিকাশ অব্যাহত রাখব।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।