ইরানের ব্যাডমিন্টন তারকা সুরাইয়া অগায়ি কে?
-
সুরাইয়া
পার্সটুডে- সুরাইয়া অগায়ি হলেন ইরানের প্রথম নারী ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। সুরাইয়া অগায়ি'র জন্ম ১৯৯৬ সালের ২৯ জানুয়ারি।
তিনি ৯ বছর বয়সে ব্যাডমিন্টন খেলা শুরু করেন এবং এখন তিনি ইরানের এক নম্বর খেলোয়াড়। পার্সটুডে'র তথ্য অনুযায়ী, সুরাইয়া ১৪ বছর বয়সে ইরানের জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন দলে খেলার সুযোগ পান।
জীবন এবং পরিবার
সুরাইয়া অগায়ির জন্ম শিল্পী পরিবারে। তার বাবা একজন পেশাদার চিত্রশিল্পী এবং তৈলচিত্র নিয়ে কাজ করেন। সুরাইয়ার পরিবারের অন্য সদস্যরা ফুটবল এবং বাস্কেটবল খেলতে পছন্দ করে। তার এক ভাই এবং এক বোন আছে।

জীবন বদলে দেওয়া এক উপহার
সুরাইয়া জানিয়েছেন, সপ্তম জন্মদিনের উপহার হিসেবে একটা খেলনা র্যাকেট পেয়েছিলেন তিনি। এই র্যাকেটই তাকে ব্যাডমিন্টন জগতের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তার মতে, সে ব্যাডমিন্টন খুব ভালোবাসত, কিন্তু যদি সে এই উপহারটি না পেত তাহলে হয়তো কখনোই এই অঙ্গনে আসত না।

সম্মাননা
সুরাইয়া অগায়ি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ স্থান দখল করতে সক্ষম হয়েছেন। কাজাখিস্তান আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয়, মঙ্গোলিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় একক বিভাগে তৃতীয় ও দ্বৈত বিভাগে দ্বিতীয়, ইরাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বৈত বিভাগে প্রথম স্থান ও একক বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন। এছাড়া তিনি এশিয়ান ব্যাডমিন্টন এলিট ক্যাম্পে অংশগ্রহণ করেছেন এবং বিশ্বের শীর্ষ ১০০ ব্যাডমিন্টন খেলোয়াড়ের তালিকায় তার নাম স্থান পেয়েছে।

অলিম্পিকের খেলার যোগ্যতা অর্জন
ইরানের জাতীয় ব্যাডমিন্টন দলের খেলোয়াড় হিসেবে সুরাইয়া অগায়ি ২০২০ টোকিও অলিম্পিকে খেলেছেন। তিনি ইরানের ইতিহাসে দ্বিতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিক গেমসে নাম লেখাতে সক্ষম হয়েছেন।

পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।