১১৬ নট গতির ক্ষেপণাস্ত্রযুক্ত যুদ্ধজাহাজের প্রযুক্তি অর্জন করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i148910-১১৬_নট_গতির_ক্ষেপণাস্ত্রযুক্ত_যুদ্ধজাহাজের_প্রযুক্তি_অর্জন_করেছে_ইরান
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন,  ইরান ১১৬ নট (ঘণ্টায় ২১৫ কিলোমিটার) গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নির্মাণের প্রযুক্তি অর্জন করেছে। এই যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ৩০, ২০২৫ ১৬:১২ Asia/Dhaka
  • তাংসিরি
    তাংসিরি

পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন,  ইরান ১১৬ নট (ঘণ্টায় ২১৫ কিলোমিটার) গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নির্মাণের প্রযুক্তি অর্জন করেছে। এই যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।

আজ (বুধবার) জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন ধরণের জাহাজ, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাবমেরিন তৈরিতে আইআরজিসি'র নৌবাহিনীর স্বনির্ভরতা উপর জোর দেন।

পার্সটুডে'র তথ্য বলছে,  রিয়ার অ্যাডমিরাল তাংসিরি জানিয়েছেন- ১১৬ নট গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র-উৎক্ষেপণকারী জাহাজটি প্রযুক্তিগত দিকসহ অন্যান্য পরীক্ষায় সফল হয়েছে এবং পারস্য উপসাগরের পানিসীমায় অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেছেন, ইসলামী বিপ্লব বিজয়ের আগে ইরান একটি ছোট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারত না এবং মার্কিন কোম্পানিগুলো এই কাজটি করে দিত। কিন্তু আজ আমরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহীদ সোলাইমানি যুদ্ধজাহাজ তৈরি করেছি, যা সমুদ্রে ৫,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত অবিরাম যাত্রা করতে সক্ষম।

পারস্য উপসাগরের গুরুত্ব ব্যাখ্যা করে আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার বলেন, ১,৭৩৫ কিলোমিটার সরাসরি উপকূলরেখা রয়েছে, আর দ্বীপপুঞ্জসহ তা দাঁড়ায় ৫,৮০০ কিলোমিটারে। এ কারণে ইরান এই অঞ্চলে অনন্য অবস্থানে রয়েছে।

অতীতে পারস্য উপসাগরে পর্তুগিজদের ১১৭ বছরের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, যখন তেল বা গ্যাস আবিষ্কার হয়নি তখনও তাদের এই উপস্থিতি থেকে প্রমাণিত হয় এই অঞ্চলের ঐতিহাসিক এবং কৌশলগত গুরুত্ব রয়েছে।

রিয়াল অ্যাডমিরাল তাংসিরি পারস্য উপসাগরের অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিশ্বের তেল ও গ্যাস রপ্তানিতে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অঞ্চলের ৪০ শতাংশ গ্যাস এবং ৬২ শতাংশ তেল পারস্য উপসাগর থেকে রপ্তানি হয়।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শান্তিপ্রিয় দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়ে তিনি বলেন, "আমরা বারবার এই অঞ্চলের দেশগুলোতে শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছি এবং আমরা সর্বদা শান্তি, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব কামনা করছি।"

হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ৮০টিরও বেশি জাহাজ চলাচল করে এ কথা উল্লেখ করে অ্যাডমিরাল তাংসিরি এই গুরুত্বপূর্ণ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করাকে আইআরজিসির নৌ ইউনিটের জন্য গর্বের বিষয় হিসেবে বর্ণনা করেন। 

পারস্য উপসাগরে বিদেশীদের উপস্থিতি নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করে তিনি আরও বলেন, শত্রুরা দুটি ভয়ঙ্কর লক্ষ্য অর্জনের চেষ্টা করছে: এই অঞ্চলে অবৈধ উপস্থিতি এবং অস্ত্র বিক্রি। এই দুই লক্ষ্য অর্জনের জন্য তারা শত্রুতা তৈরি করতে চায়।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।