ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইরানের সেনাবাহিনীর বিবৃতি
-
ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইরানের সেনাবাহিনীর বিবৃতি
পরম করুনাময় আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াশীল
ইরানের স্বাধীনচেতা জনগণ!
রক্তপিপাসু, অত্যাচারী, শিশুহত্যাকারী জায়নিস্ট শাসকগোষ্ঠী আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং আমাদের দেশের ভেতরে একাধিক স্থানে হামলা চালিয়েছে।
এখন পর্যন্ত আমরা যুদ্ধের পথ খোলার বিষয়টি এড়িয়ে চলেছি, কিন্তু সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) একসঙ্গে এই জঘন্য আগ্রাসন ও আমাদের শহীদ ভাইদের পবিত্র রক্তপাত সহ্য করবে না। নেতানিয়াহুকে একটি তিক্ত শিক্ষা দেওয়া হবে।
আমাদের প্রিয় জনগণের প্রতি আহ্বান—শান্ত ও সংযত থাকুন। এই রেজিমের এজেন্টরা যেসব গুজব ছড়াতে পারে, তা প্রত্যাখ্যান করুন। সামরিক ঘাঁটি বা গারিসনে যাওয়া থেকে বিরত থাকুন এবং সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ঘোষিত জাতীয় কর্তব্যের মুহূর্তের জন্য প্রস্তুত থাকুন।
বর্তমানে সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর যোদ্ধারা আকাশে যুদ্ধরত রয়েছে।
পরবর্তী ফলাফলসমূহ যথাসময়ে ইরানি জাতিকে জানানো হবে।"#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।