ইসরাইলে আজকের হামলায় আইআরজিসি'র অপরিচিত এবং নতুন ক্ষেপণাস্ত্রের ব্যবহার
https://parstoday.ir/bn/news/iran-i149960-ইসরাইলে_আজকের_হামলায়_আইআরজিসি'র_অপরিচিত_এবং_নতুন_ক্ষেপণাস্ত্রের_ব্যবহার
পার্সটুডে - ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের উপর সশস্ত্র বাহিনীর আজকের হামলায় একটি নতুন ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে ইসরাইল জানিয়েছে ইরানের এই নতুন ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে তারা কিছুই বুঝতে পারেনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৭, ২০২৫ ১৭:৫২ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা তালাই নিক
    ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা তালাই নিক

পার্সটুডে - ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের উপর সশস্ত্র বাহিনীর আজকের হামলায় একটি নতুন ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে ইসরাইল জানিয়েছে ইরানের এই নতুন ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে তারা কিছুই বুঝতে পারেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা তালাই নিক সংবাদ সম্মেলনে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের ৪টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যার মধ্যে প্রথমটি হল এই যুদ্ধ চাপিয়ে দেওয়া।

পার্সটুডে জানিয়েছে তিনি আরও বলেন, শত্রুরা আমাদের শক্তি সামর্থ্যের ওপর আঘাত হানতে চায় এবং এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার ফলে আমরা আমাদের প্রতিরক্ষাকে আরো সুদৃঢ় করবো। অবশ্যই এই যুদ্ধে, আমরা শত্রুদের বিরুদ্ধে আমাদের সমস্ত সক্ষমতাকে ব্যবহার করবো। চাপিয়ে দেওয়া যুদ্ধে জনসাধারণের সকল সদস্যের একটি বিশেষ ভূমিকা রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল তালাই নিক আরও বলেন: আইআরজিসির আজকের অভিযান সশস্ত্র বাহিনীর শক্তি এবং সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শ্রেষ্ঠত্বের প্রমাণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা সত্ত্বেও ইরানের সফল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের অসহায়ত্ব ফুটে উঠেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন: "আমাদের সামরিক ক্ষেত্রে দক্ষতা রয়েছে এবং আমাদের কাছে উন্নত দেশীয় অস্ত্র রয়েছে, সামরিক ও প্রতিরক্ষা শিল্পগুলো সশস্ত্র বাহিনীকে উন্নত অস্ত্রে সজ্জিত করেছে। আজ, আমাদের একটি অতি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করেছি এবং শত্রুরা সেই ক্ষেপণাস্ত্রটি আটকাতে ব্যর্থ হয়েছে। এই অস্ত্র ব্যবহারের ফলে এক পর্যায়ে ইসরাইল টিকে থাকতে সক্ষম হবে না। তিনি আরও বলেন: "আল্লাহ ইচ্ছায় আমাদের জনগণ এখন থেকে সশস্ত্র বাহিনীর আরও বিস্ময়কর ক্ষমতা দেখতে পাবে। এখন আমরা কঠিন ও নরম যুদ্ধে অবতীর্ণ হয়েছি।  কঠিন যুদ্ধক্ষেত্রে, সশস্ত্র বাহিনীর যোদ্ধারা সামরিক শক্তি নিয়ে লড়াই করে এবং শত্রুরা এ ক্ষেত্রে তাদের দুর্বলতা খুব ভালভাবেই অনুভব করছে। কৌশলগতভাবে, ইসরাইলের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং তারা যদি যুদ্ধ চালিয়ে যায় তাহলে তাদের কোমর ভেঙে দেওয়া হবে।" #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।